রেকর্ডিংয়ে, নাসার হিউস্টন অংশের ক্রু সদস্যদের কল কনফিগার করার অনুরোধ করছেন উইলমোর, যাতে তাদেরকে ওই আওয়াজ শোনানো যায়।
Published : 02 Sep 2024, 03:25 PM
বোয়িংয়ের স্টারলাইনার রকেট থেকে ক্রমশ ঠক ঠক করার শব্দ আসার বিষয়ে সম্প্রতি নাসার ভূপৃষ্ঠ দলের সঙ্গে যোগাযোগ করেছেন মার্কিন নভোচারী ব্যারি উইলমোর।
তাদের এই কথোপকথন ধারণ করেছেন ‘নাসা স্পেস ফ্লাইট’ ফোরামের একজন সদস্য, যিনি এক পোস্টে এ রেকর্ডিং যুক্ত করে দিয়েছিলেন, যা শনাক্ত করেছে প্রযুক্তি সাইট আর্স টেকনিকা।
রেকর্ডিংয়ে, নাসার হিউস্টন অংশের ক্রু সদস্যদের কল কনফিগার করার অনুরোধ করছেন উইলমোর, যাতে তাদেরকে ওই আওয়াজ শোনানো যায়।
উইলমোরের দাবি, শব্দটি আসছে স্টারলাইনারের ভেতর থাকা স্পিকার থেকে। পরবর্তীতে এতে এক ধরনের ঝন ঝন শব্দও শোনা গেছে, যা সম্ভবত ‘রকেটের ডানা থেকে আসছে’ বলে ধারণা করা হচ্ছে। নাসার ভূপৃষ্ঠ অংশের ক্রু সদস্য এ শব্দকে ব্যাখ্যা করছেন ‘সোনার পিংয়ের কাছাকাছি’ কিছু একটা বলে।
Starliner crew reports hearing strange "sonar like noises" emanating from their craft. This is the real audio of it: pic.twitter.com/xzHTMvB7uq
— SpaceBasedFox 𝖕𝖊𝖗𝖎𝖌𝖊𝖊𝖆𝖊𝖗𝖔.𝖈𝖔𝖒 (@SpaceBasedFox) September 1, 2024
এই রহস্যময় আওয়াজের একটা জাগতিক ব্যাখ্যাও থাকতে পারে। উদাহরণ হিসেবে, রেডিট-এ একজন ব্যক্তি একে তুলনা করেছেন খুবই সুনির্দিষ্ট ধরনের ‘ফিডব্যাক লুপ’-এর সঙ্গে।
তবে, এ বিষয়ে উইলমোর বা তিনি যে নাসার গ্রাউন্ড টিম সদস্যের সঙ্গে কথা বলেছেন, তাদের কাউকেই তেমন উদ্বিগ্ন হতে দেখা যায়নি। এমনকি রেসিডেন্ট ইভিল ৪ গেইমের বিরক্তিকর ‘গানাডো’ থিমের সঙ্গে এর মিল থাকলেও।
পরিকল্পনা অনুসারে, ৬ সেপ্টেম্বর যাত্রী ছাড়াই পৃথিবীতে ফিরে আসার কথা স্টারলাইনারের, যেখানে মহাকাশযানটি এর দুই নভোচারী উইলমোর ও সুনিতা উইলিয়ামসকে আইএসএস’তেই রেখে আসবে, যেখানে তাদের অন্তত ২০২৫ সালের আগ পর্যন্ত থাকতে হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।