কোনো বার্তা মুছে ফেলতে দুই পক্ষেরই সম্মতি প্রয়োজন পড়বে। ফলে, ব্যবহারকারী কেবল নিজের বার্তা সরিয়ে ফেললেও সেটি তার বন্ধুর অ্যাপে থেকে যাবে।
Published : 02 Jun 2023, 05:15 PM
‘রিয়েলচ্যাট’ নামে নতুন এক মেসেজিং ফিচার পরীক্ষা করছে ফ্রান্স ভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম বিরিয়েল।
২০২২ সালে সেরা আইফোন অ্যাপের খেতাব জেতা ও ‘ব্যবহারকারীকে দৈনিক সেলফি পোস্ট করতে বাধ্য করা’ অ্যাপটি নিয়ে আগের সেই কৌতুহল সম্প্রতি কমে এসেছে। এখন, বেশিরভাগ শীর্ষ সামাজিক সাইটে থাকা এই ফিচার নিজস্ব প্ল্যাটফর্মে যুক্ত করতে যাচ্ছে ফরাসী কোম্পানিটি।
কোম্পানি বলেছে, এই সুবিধা চালুর অনুরোধ তাদের কাছে অনেকবার এসেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে বন্ধু তালিকায় থাকা ব্যক্তিকে বার্তা পাঠানোর সুবিধা পাবেন।
তবে, কোনো বার্তা মুছে ফেলতে দুই পক্ষেরই সম্মতি প্রয়োজন পড়বে। ফলে, ব্যবহারকারী কেবল নিজের বার্তা সরিয়ে ফেললেও সেটি তার বন্ধুর অ্যাপে থেকে যাবে। এই চ্যাটিং ব্যবস্থায় ‘ব্লকিং ও রিপোর্টিংয়ের’ মতো ফিচার থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
প্রতিবেদনটি বলছে, নিজস্ব সামাজিক প্ল্যাটফর্মের ক্ষেত্রে ‘কিছুটা চমকপ্রদ ও অগোছালো’ কৌশল অবলম্বণ করেছে বিরিয়েল।
অ্যাপটি প্রতিদিন একেক দিন একেক সময়ে ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠায়, যেখানে অ্যাপটি সকল কাজ থেকে বিরতি নিয়ে ফোনের সামনের ও পেছনের ক্যামেরা দিয়ে পর্যায়ক্রমে ছবি তুলতে বলে।
নিজের জীবনের সত্যিকারের আপডেট শেয়ার করার লক্ষ্যে এইসব ছবি তোলার জন্য ব্যবহারকারী দুই মিনিট সময় পান। এমনকি মাঝে মাঝে তিনি নিজের চুল পরিপাটি করতে বা ছবি তোলার জন্য পছন্দসই আলো খুঁজে নাও পেতে পারেন।
আর পোস্ট দিতে দেরি করলে বা পুনরায় নিজের ছবি তুললে সেটি ব্যবহারকারীর বন্ধুদের জানিয়ে দেয় অ্যাপটি।
এই বছরের শুরুতে অ্যাপের মধ্যে ব্যবহারকারীর সম্পৃক্ততা কমে যাওয়া নিয়ে প্রকাশিত এক বিশ্লেষক কোম্পানির প্রতিবেদন খণ্ডন করে বিরিয়েল দাবি করে, তাদের দৈনিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে।
নিজেদের করা প্রথম ওই পোস্টে বিরিয়েল দল আরও বলেছে, ব্যস্ততার কারণে তারা চুপ ছিলেন।
“তবে, এর মানে দাঁড়ায়, আমরা কী করছি ও সবকিছু কেমন যাচ্ছে, সেইসব বিষয় নিয়ে দর্শকরা বিভিন্ন অনুমান প্রকাশ করছেন। আর সকল ক্ষেত্রে এটা ঠিকও নয়।” --পোস্টে লেখা ছিল।
গত দুই মাস ধরে অডিও স্ট্রিমিং সেবা স্পটিফাইয়ের সঙ্গে একজোট হয়েছে বিরিয়েল। এর মাধ্যমে দেখা যায়, পোস্ট করার সময় ব্যবহারকারী কোন গান শুনছেন। পাশাপাশি, ‘বোনাস বিরিয়েল’ নামে পরিচিত ফিচারের সহায়তায় ব্যবহারকারী নিজের পছন্দের সময়ে দৈনিক দুটি বাড়তি স্ন্যাপশট তোলার সুবিধা পান। অন্যান্য সামাজিক প্ল্যাটফর্মের মতোই ‘রিয়েলচ্যাট’ ফিচারকে সামাজিক প্ল্যাটফর্মটিতে তুলনামূলক বেশি সময় কাটানোর ও বন্ধুদের কোনো পোস্ট সম্পর্কে গোপনে মন্তব্য করার সম্ভাব্য উপায় হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।