যুক্তরাষ্ট্রে আছড়ে পড়ল ‘নিয়ন্ত্রণহীন’ চীনা রকেটের ধ্বংসাবশেষ

“এই ধরনের উচ্চ-ঝুঁকির অনিয়ন্ত্রিত রিএন্ট্রির ঘটনা আরও উন্নত আন্তর্জাতিক নীতিমালার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয়।”

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2023, 09:02 AM
Updated : 12 March 2023, 09:02 AM

নিয়ন্ত্রণ হারিয়ে চীনের এক রকেটের টুকরা গিয়ে আছড়ে পড়েছে যুক্তরাষ্ট্রে – এমনই দাবি করছে মার্কিন মহাকাশ প্রতিরক্ষা সংস্থা ‘ইউএস স্পেস কমান্ড’।

কক্ষপথে তিনটি সামরিক গুপ্তচর স্যাটেলাইট বহনের পর পৃথিবীতে ফিরে এসে ঘণ্টায় ২৭ হাজার তিনশ ৫৮ কিলোমিটারের বেশি গতিতে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে আছড়ে পড়ে ‘লং মার্চ’ নামের ওই রকেট।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোয় পৃথিবীতে আছড়ে পড়া ‘স্পেস জাংক’-এর সর্বশেষ নজির এটি। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মহাকাশে থাকা ধ্বংসাবশেষের বিশাল পরিমাণ ভূপাতিত হলে তা পৃথিবী ও কক্ষপথে থাকা স্যাটেলাইট, উভয়ের জন্যই হুমকি।

এই রকেটের ভূপ্রষ্ঠে ফিরে আসা অনিয়ন্ত্রিত হওয়ায় এর পৃথিবীতে এর আছড়ে পড়ার ঘটনাকে ‘উচ্চ-ঝুকির’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

ঘটনাটি থেকে রকেটের কোন ধ্বংসাবশেষ পাওয়া না গেলেও এটি শত শত মাইল দীর্ঘ এলাকার যে কোনো জায়গায় থাকতে পারে বলে অনুমান প্রকাশ করেছেন কর্মকর্তারা।

“যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ড নিশ্চিত করছে, ২০২৩ সালের ৭ মার্চ আনুমানিক রাত সাড়ে আটটায় (মাউন্টেন টাইম)  পিপলস রিপাবলিক অফ চায়নার সিজি-২ডি রকেট বডি ‘এসসিসি# ৫২৯১০’ উত্তর আমেরিকার দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করেছে।” --এই রকেটের আগমন নিয়ে সর্বপ্রথম প্রতিবেদন প্রকাশ করা মার্কিন নৌ বাহিনীর সংবাদমাধ্যম ‘ইউএসএনআই নিউজ’কে বলেছে স্পেস কমান্ড।

“এটি একটি অনিয়ন্ত্রিত রি-এন্ট্রি ছিল। এর মানে, এটা চালানো হয়নি, বরং এর কক্ষপথ ক্ষয়প্রাপ্ত হয়েছে ও এটি মধ্যাকর্ষণের টানে নীচে নেমেছে।”

“এই ধরনের উচ্চ ঝুঁকির অনিয়ন্ত্রিত রিএন্ট্রির ঘটনা আরও উন্নত আন্তর্জাতিক নীতিমালার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয়।”

২০২১ সালে একই ধরনের বৈশ্বিক শঙ্কার কেন্দ্রে ছিল আরেকটি ‘লং মার্চ’ রকেট, যখন এটি পরিষ্কার হয়ে ওঠে যে এটি পৃথিবীতেই আছড়ে পড়বে।

যেহেতু পৃথিবীর বেশিরভাগ অংশই জনবসতিহীন ও বিভিন্ন ধ্বংসাবশেষের আকার দিনদিন তুলনামূলক ছোট হয়ে আসছে, তাই এই ধরনের ঘটনার ঝুঁকিও কমছে। তবে, অতীতে এগুলো বিভিন্ন ভএনর ওপরও এসে পড়েছে।

গত গ্রীষ্মেও আরেকটি লং মার্চ রকেট পৃথিবীতে আছড়ে পড়ে। ফলে ভবিষ্যতে এমন ঘটনা নিয়ে সতর্কতা দেওয়ার পাশাপাশি শঙ্কা প্রকাশ করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা।