“এআইনির্ভর স্মার্ট হেলথ সেবা আজ হোক কাল হোক আসবেই। কিন্তু আমরা দেখেছি এই এআই বিপ্লবে স্বল্প শিক্ষিত লোকজন বঞ্চিত থেকে যাচ্ছেন।”
Published : 13 Nov 2024, 08:46 PM
এআইনির্ভর দেশি স্মার্ট স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘আমারডক্টর’ উন্মুক্ত হচ্ছে সবার জন্য। এরইমধ্যে এ প্ল্যাটফর্ম একাধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে।
বাংলা ভাষায় ডিজিটাল স্বাস্থ্যসেবাকে সবার ব্যবহার উপযোগী করে তুলতে মেডএআইয়ের ডেভেলপ করা ‘আমারডক্টর’ অ্যাপটিকে বাংলা ভাষায় প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম বলে দাবি করছে এর নির্মাতা।
এই প্ল্যাটফর্মের সহায়তায় ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা সম্ভব হয়। ২০২৩ সালে এর পাইলট প্রকল্প শুরু হয় দেশের সাভারে গার্মেন্ট কর্মীদের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে।
সে উদ্যোগের স্বীকৃতি হিসাবেই এমআইটি সলভ-এর ‘গ্লোবাল হেলথ ইকুইটি ইনোভেশন অ্যাওয়ার্ড’ জিতেছে স্বাস্থ্যসেবার প্ল্যাটফর্ম ‘আমারডক্টর’। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ২০২২ সালে যাত্রা শুরু করা ডিজিটাল স্বাস্থ্যসেবা গবেষণা কোম্পানি মেডএআই-এর অ্যাপ এটি।
পাইলট প্রোগ্রামে প্রাথমিকভাবে পাঁচ জন নারী গার্মেন্ট কর্মীকে প্রশিক্ষণ দেয় কোম্পানিটি। যেখানে ‘আমারডক্টর’ অ্যাপটি ব্যবহারের মাধ্যমে গার্মেন্ট কর্মীরা নিজেদের কমিউনিটির সদস্যদের ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেন। পাশাপাশি তাদের সমস্যা ও চাহিদার কথা জানান অ্যাপ নির্মাতাদের।
প্রশিক্ষণ পাওয়া এই কর্মীদেরকে বলা হচ্ছে স্মার্ট হেলথ চ্যাম্পিয়ন। আট মাসে এই চ্যাম্পিয়নরা ‘আমার ডক্টর’ অ্যাপের মাধ্যমে প্রায় দুই হাজার রোগীকে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন বলে জানাচ্ছেন মেডএআই-এর প্রধান নির্বাহী মামুনুর রশিদ।
“এআইনির্ভর স্মার্ট হেলথ সেবা আজ হোক কাল হোক আসবেই। কিন্তু আমরা দেখেছি এই এআই বিপ্লবে স্বল্প শিক্ষিত লোকজন বঞ্চিত থেকে যাচ্ছেন। বাংলাদেশে স্বাস্থ্যসেবায় সে দূরত্বটি আমরা কমিয়ে আনার চেষ্টা করছি অ্যাপটির মাধ্যমে।” - বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
২০৩০ সালের মধ্যে সারাদেশে এক কোটি মানুষের কাছে ‘আমারডক্টর’ অ্যাপের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে এই উদ্যোগের।
“পাইলট প্রকল্পটি আমরা বন্ধ করিটি। পাশাপাশি এক সপ্তাহের মধ্যেই এই অ্যাপটি আমরা সবার জন্য উন্মুক্ত করে দেব। সেক্ষেত্রে নভেম্বরের শেষ দিকে সবাই এটা ব্যবহার করতে পারবেন।”
এমআইটি’র পাশাপাশি ‘জনসন অ্যান্ড জনসন ফাউন্ডেশন হেলথ ইকুইটি ইনোভেশন অ্যাওয়ার্ড’-এর সম্মাননা পেয়েছে মেডএআই।
বিশ্বের প্রায় দুই হাজার চারশ কোম্পানির মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে ৩০টি কোম্পানিকে। যার মধ্যে আছে মেডএআই। - বলেন মামুনুর রশিদ।
জাতিসংঘের সাধারণ পরিষদ ও জলবায়ু সপ্তাহের পাশাপাশি সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ‘২০২৪ এমআইটি সলভ চ্যালেঞ্জ’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।