ওই নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্পের করা মামলা গত মাসে আদালতের বাইরে নিষ্পত্তি করতে আড়াই কোটি ডলার পরিশোধ করে ফেইসবুক ও ইনস্টাগ্রামের মালিক কোম্পানি মেটা।
Published : 14 Feb 2025, 02:33 PM
২০২১ সালে বিভিন্ন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ হয়েছিলেন ডনাল্ড ট্রাম্প। এ কারণেই মেটার পর এবার জরিমানা গুনতে হচ্ছে ইলন মাস্কের প্ল্যাটফর্ম এক্স-কে।
ক্ষতিপূরণ হিসেবে মাস্ক এক কোটি ডলার দিতে রাজি হয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।
ওই নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্পের করা মামলা গত মাসে আদালতের বাইরে নিষ্পত্তি করতে আড়াই কোটি ডলার পরিশোধ করে ফেইসবুক ও ইনস্টাগ্রামের মালিক কোম্পানি মেটা। আর এরপরই এক্স-এর এই অর্থ পরিশোধের খবরটি এলো।
ওয়াল স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার প্রতিবেদনে লিখেছে, রক্ষণশীল মতামতকে বেআইনিভাবে চুপ করিয়ে দেওয়ার অভিযোগে সান ফ্রান্সিসকোতে গুগলের মালিক অ্যালফাবেট ও তাদের প্রধান নির্বাহী ও সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প।
২০২০ সালের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর হোয়াইট হাউসে টিকে থাকার চেষ্টায় ট্রাম্পের আরও সহিংসতা উস্কে দেওয়ার ঝুঁকির কথা উল্লেখ করে ওই সময় তার অ্যাকাউন্ট স্থগিত করে টুইটার।
২০২২ সালে টুইটার কিনে নিয়ে এর নাম পরিবর্তন করে এক্স রাখেন মাস্ক। বর্তমানে ট্রাম্পের কট্টর সমর্থক হয়ে উঠেছেন মার্কিন এই ধনকুবের। ২০২৪ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ২৫ কোটি ডলার দিয়েছেন তিনি।
এ প্রযুক্তি বিলিয়নেয়ারকে যুক্তরাষ্ট্রের নতুন ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ বা ডিওজিই প্রধানের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। যার উদ্দেশ্য ফেডারেল খরচ কমিয়ে আনা।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, এ মীমাংসায় রাজি হওয়ার আগে প্ল্যাটফর্মটির মালিকানা পরিবর্তন ও দুই ব্যক্তির ঘনিষ্ঠতার কারণে এ মামলা প্রত্যাহারের কথা বিবেচনা করেছিল ট্রাম্পের আইনি দল।
ক্যাপিটল দাঙ্গার পর ইউটিউব থেকে ট্রাম্পকে নিষিদ্ধ করার কারণে অ্যালফাবেটের সঙ্গেও একই ধরনের চুক্তি করবেন প্রেসিডেন্টের আইনজীবীরা।
ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিতের বিষয়ে টুইটারের সাবেক প্রধান নির্বাহী জ্যাক ডরসি, অ্যালফাবেট ও হোয়াইট হাউজ কেউই ওই সময় স্কাই নিউজের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
এদিকে, ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের বিজয় ঠেকাতে ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে হামলা চালানোর ঘটনায় অভিযুক্ত প্রায় দেড় হাজার সমর্থককে ক্ষমা করে দিয়েছেন ট্রাম্প।