২০৩০ এ স্পেসএক্সের দাম হবে ৫০ হাজার কোটি ডলার

রকেট কোম্পানিটির বর্তমান মূল্য ১৫ হাজার কোটি ডলার, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি, বলেছে রয়টার্স।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2023, 11:40 AM
Updated : 11 Nov 2023, 11:40 AM

ইলন মাস্কের স্পেসএক্সের মূল্য ২০৩০ সাল নাগাদ দাঁড়াবে ৫০ হাজার কোটি ডলার।

এমনটাই বলছেন বিলিওনেয়ার রন ব্যারন, যিনি সিএনবিসির তথ্য অনুযায়ী রকেট কোম্পানিটির একশো কোটি ডলারের চেয়েও বেশি মূল্যের শেয়ারের মালিক।

তার মতে, আগামী তিন বছরের মধ্যে কোম্পানিটির দাম হবে ২৫ হাজার থেকে ৩০ হাজার কোটি ডলার।

স্পেসএক্সের বর্তমান মূল্য ১৫ হাজার কোটি ডলার, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান বেসরকারি কোম্পানির একটি, বলেছে রয়টার্স।

এ মাসের শুরুতে মাস্ক বলেছেন স্পেসএক্সের ইন্টারনেট বিভাগ স্টারলিংকের ব্যয় ও আয় সমান পর্যায়ে অর্থাৎ ব্রেক ইভেনে পৌঁছেছে। পাঁচ হাজার নিন্ম কক্ষপথ বিশিষ্ট স্যাটেলাইটের নেটওয়ার্ক সম্বলিত কোম্পানিটি এখন বিশ্বের সবচেয়ে বড় স্যাটেলাইট কোম্পানি।

রকেট উৎক্ষেপণ ও স্টারলিংকের ইন্টারনেট ব্যবসার মাধ্যমে এ বছর স্পেসএক্সের আয় দাঁড়িয়েছে ৯০০ কোটি ডলার। আর ২০২৪ সাল নাগাদ কোম্পানিটির আয় দেড় হাজার কোটি ডলারে গিয়ে পৌঁছাবে বলে উল্লেখ করা হয়েছে মার্কিন বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে