বিচারক বলেছেন, তাকে দোষী সাব্যস্ত করতে ‘কোম্পানিটির কর্পোরেট কার্যক্রমে স্রেফ তার নিয়ন্ত্রণ থাকার’ বিষয়টি যথেষ্ট নয়।
Published : 10 Nov 2024, 02:30 PM
মেটা শিশুদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আসক্ত করছে, এমন অভিযোগ আনা ২৫টি মামলায় কোম্পানির সিইও মার্ক জাকারবার্গের ব্যক্তিগত কোনও দায় নেই, এমনই বলেছেন মার্কিন এক বিচারক।
গেল বৃহস্পতিবার এইসব অভিযোগ নাকচ করেছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ওকল্যান্ড শহরের বিচারক গঞ্জালেস রজার্স, যেখানে জাকারবার্গ মেটাকে শিশুদের ফেইসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার সংশ্লিষ্ট মানসিক স্বাস্থ্যগত ঝুঁকির তথ্য গোপন করার নির্দেশ দিয়েছেন, এমন দাবি ছিল।
মামলার বাদীপক্ষ মেটার সহ-প্রতিষ্ঠাতা ও বিলিয়নেয়ার জাকারবার্গকে সেইসব গোপন প্রচেষ্টার ‘পেছনের নির্দেশদাতা’ হিসেবে আখ্যা দিয়ে দাবি করেছে, তিনি এইসব ঝুঁকি সংশ্লিষ্ট অভ্যন্তরীণ সতর্কবার্তা ক্রমাগত উপেক্ষা করে গেছেন ও জনসমক্ষে এর প্রভাব তেমনভাবে তুলে ধরেননি।
তবে, জাকারবার্গ এক্ষেত্রে কী ভুল করেছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য খুঁজে না পাওয়ায় মামলার বিচারক বলেছেন, তাকে দোষী সাব্যস্ত করতে ‘কোম্পানিটির কর্পোরেট কার্যক্রমে স্রেফ তার নিয়ন্ত্রণ থাকার’ বিষয়টি যথেষ্ট নয়।
জাকারবার্গ দায় থেকে ব্যক্তিগত ছাড় পেলেও মেটার বিরুদ্ধে আনা অভিযোগগুলো নাকচ হয়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্য অ্যারিজোনা, কলোরাডো, কানেক্টিকাট, জর্জিয়া, মেরিল্যান্ড, নিউ ইয়র্ক, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, পেনসিলভাইনিয়া, সাউথ ক্যারোলাইনা, টেক্সাস, ভার্জিনিয়া ও উইসকনসিনের আইনে মামলার বাদীপক্ষ এইসব অভিযোগ তুলেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
শুক্রবার এ মামলায় বাদিপক্ষের প্রতিনিধিত্ব করা আইনি সংগঠন ‘মোটলি রাইস’-এর আইনজীবি প্রেভিন ওয়ারেন বলেছেন, ‘টেক জায়ান্ট কোম্পানিটি যে জেনেশুনে শিশু সুরক্ষার চেয়ে আর্থিক লাভকে প্রাধ্যান্য দিয়েছে, এর সত্য উদঘাটন করতে’ তার মক্কেলরা প্রমাণ সংগ্রহ করা চালিয়ে যাবে।
এই ২৫ মামলা বাদেও মার্কিন যুক্তরাষ্ট্রে এমন শত শত মামলা হয়েছে, যেখানে বিভিন্ন শিশু, পরিবার ও স্কুলের পক্ষ থেকে মেটা, গুগল, টিকটক ও স্ন্যাপচ্যাটের কাছে সোশাল মিডিয়া আসক্তির বিপরীতে বাদীপক্ষ ক্ষতিপূরণ দাবি করেছে।
মেটার বিরুদ্ধে একই ধরনের অন্যান্য মামলাও খতিয়ে দেখছেন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন অ্যাটর্নি জেনারেল। আর এদের যোগসূত্র আছে কোম্পানির সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহারকারীর উদ্বেগ, বিষণ্ণতা, অনিদ্রা, শিক্ষা ও দৈনন্দিন জীবনে হস্তক্ষেপের মতো ঘটনার সঙ্গে।