পুঁজিবাজারে সূচক পতন অব্যাহত
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 May 2022 01:02 PM BdST Updated: 22 May 2022 01:59 PM BdST
-
মহামারী ও লকডাউনের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি ব্রোকারেস হাউজে বৃহস্পতিবার শেয়ার কেনাবেচায় পুঁজিবাজারে বিনিয়োগকারীরা। ছবি: মাহমুদ জামান অভি
অর্থনৈতিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে সূচক পতন অব্যাহত রয়েছে দেশের দুই পুঁজিবাজারে।
সপ্তাহের প্রথম দিনের লেনদেনে প্রথম দুই ঘণ্টায় ১ দশমিক ৩৫ শতাংশ সূচক কমেছে বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে দশমিক ৯৬ শতাংশ।
রোববার বেলা ১২টা পর্যন্ত সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮৪ দশমিক ৬২ পয়েন্ট কমে ৬ হাজার ১৭৩ দশমিক ৬২ পয়েন্ট হয়েছে।
আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৭৭ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১৮ হাজার ২৬১ দশমিক ৮৬ পয়েন্ট হয়েছে।
সাত দিনে ডিএসই সূচক পিছিয়ে গেল ১০ মাস
পুঁজিবাজারে পতনের হাওয়া চলছে এক সপ্তাহের বেশি সময় ধরে। গত বৃহস্পতিবার পর্যন্ত টানা ৭ কার্যদিবসে ডিএসই সূচক ৪৩৯ দশমিক ৮৪ পয়েন্ট বা ৬ দশমিক ৫৭ শতাংশ কমে যায়।
রোববার বেলা ১২টা পর্যন্ত ২৩০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ডিএসইতে। ওই সময়ে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়, এর মধ্যে ৩১টির দর বাড়ে, ৩২২টির কমে এবং ২০টির দর অপরিবর্তিত ছিল।
সিএসইতে ১৮২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয় প্রথম দুই ঘণ্টায়। এর মধ্যে ২০টির দর বাড়ে, ১৪৪টির কমে এবং ১৮টির দর অপরিবর্তিত ছিল।
ওই সময়ে চট্টগ্রামের বাজারে ৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং