ইস্পাত ব্যবসায় নামছে মীর আক্তার

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত মীর আক্তার হোসেন লিমিটেড ইস্পাত খাতে বিনিয়োগ করতে নতুন একটি সহযোগী কোম্পানি খোলার সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2022, 05:35 PM
Updated : 27 March 2022, 05:36 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মীর স্টিল মিলস লিমিটেড নামে এ সহযোগী কোম্পানি খোলার ঘোষণা দেওয়া হয়েছে।

এ কোম্পানিতে মীর আক্তারের বেশির ভাগ অংশীদারিত্ব থাকবে বলে জানানো হলেও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

মীর আক্তার জানায়, গত বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদ বসে এ সিদ্ধান্ত নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন পেলে নতুন এ কোম্পানি গঠন করবে তারা।

মীর আক্তার অনেক আগে থেকেই ঠিকাদারি করে আসছে। আবাসন খাতের ব্যবসা, সিরামিক ও সিমেন্ট তৈরি, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, বিদ্যুত্ খাতের ব্যবসার পরে এখন ইস্পাত ব্যবসায় নামল মীর আক্তার।  

নতুন কোম্পানিটি হবে মীর আক্তারের ১১তম সহযোগী কোম্পানি। কোম্পানিটির ওয়েবসাইটে আরও ১০টি সহযোগী কোম্পানির নাম দেওয়া আছে।

এর আগে ২০০৮ সাল থেকে কাজ শুরু করে মীর টেলিকম, মীর সিমেন্ট ২০০৩ সাল থেকে, মীর সিরামিকস ২০০৩ সাল থেকে, মীর কনক্রিট ২০০৪ সাল থেকে, মীর রিয়াল স্টেট ২০০৬ সাল থেকে মীর পাওয়ার কাজ করছে ২০১০ সাল থেকে।

এছাড়াও তাদের আছে মীর টেকনোলজিস, মীর হোল্ডিংস, কলোসিয়া লিমিটেড ও বিটিএস কমিউনিকেশন লিমিটেড।

১৯৬৮ সালে পার্টনারশিপের মাধ্যমে ব্যবসা শুরু করে মীর আক্তার।

১৯৮০ সালে লিমিটেড কোম্পানি এবং ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

রোববার এ ঘোষণার দিন মীর আক্তারের শেয়ারের দাম ৬০ পয়সা বেড়ে সর্বশেষ ৬১ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।

মীর আক্তার হোসেনের বর্তমান বাজার মূলধন ৭৪২ কোটি ৭৫ লাখ টাকা। পরিশোধিত মূলধন ১২০ কোটি ৭৭ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৪৩৪ কোটি ৭৯ লাখ টাকা।