বড় উত্থানে সূচক ঘুরলো পুঁজিবাজারে

বেশ কয়েকদিন থেকে বেশির ভাগ শেয়ারের দর কমার সুযোগে ক্রেতা ফিরলে দেশের উভয় পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2022, 01:06 PM
Updated : 22 March 2022, 01:06 PM

একসঙ্গে প্রায় সব খাতের অনেক শেয়ার কেনার দরপ্রস্তাবে সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ডিএসইতে আড়াই শতাধিক শেয়ারের দর বেড়েছে।

এতে দুই দিনের পতন কাটিয়ে এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৭৯ দশমিক ৮৮ পয়েন্ট বা ১ দশমিক ১৯ শতাংশ বেড়ে ৬ হাজার ৭৭১ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন এ বাজারে লেনদেনও আগের দিনের তুলনায় ৫০ দশমিক ৮৮ শতাংশ বা ৩২২ কোটি ৯২ লাখ টাকা বেশি হয়েছে।

মোট ৯৫৭ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকা।

মঙ্গলবার এ বাজারে লেনদেন হয়েছে ৩৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২৫৭টির এবং কমেছে ৭৩টির। অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৯ দশমিক শূন্য ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬০ দশমিক ৫৭ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৩৪ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৭১ দশমিক শূন্য ৬ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০

বেক্সিমকো লি., আমরা টেকনোলজি, ভিএফএস, সোনালী পেপার, অরিয়ন ফার্মা, বিডি কম, ড্রাগন সোয়েটার, বিএসসি, স্কয়ার ফার্মা ও আমরা নেটওয়ার্ক।

দাম বাড়ার শীর্ষ ১০

এটলাস বাংলাদেশ, আমরা টেকনোলজি, সোনালী পেপার, জাহিন স্পিনিং, আনোয়ার গ্যালভানাইজিং, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মি. ফা., অ্যাপেক্স ট্যানারি, এএমসিএল (প্রাণ), আলহাজ্ব টেক্সটাইল ও বিডি ফাইন্যান্স।

দর হারানোর শীর্ষ ১০

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, বিএনআইসিএল, হাওয়া ওয়েল টেক্সটাইল, তাক্কাফুল ইন্স্যুরেন্স, এনভয় টেক্সটাইল, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিল, বিডি কম, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও মেঘনা পেট।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজার সিএসইতেও সূচক ও লেনদেন বেড়েছে।

এ বাজারে ২৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দর।

বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৯৭ দশমিক ৪৪ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৮১৩ দশমিক ৭৮ পয়েন্টে।

মঙ্গলবার সিএসইতে লেনদেনও আগের দিনের তুলনায় ২৮ দশমিক ৮৬ শতাংশ বা ৪ কোটি ৯৫ লাখ টাকা বেড়ে মোট ২২ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১৭ কোটি ১৪ লাখ টাকা।