লভ্যাংশ ঘোষণার দিন দাম বাড়ল ৩ ব্যাংকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2022, 12:03 PM
Updated : 16 March 2022, 12:03 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে তিন ব্যাংকের লভ্যাংশের খবর প্রকাশ করা হয়।

লভ্যাংশের খবরে এদিন এই তিন ব্যাংকেরই শেয়ার দর বেড়েছে।

উত্তরা ব্যাংক

উত্তরা ব্যাংক ২০২১ সালের জন্য ১৪ শতাংশ নগদ এবং ১৪ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

অর্থাৎ প্রতি শেয়ারে একজন বিনিয়োগকারী ১ টাকা ৪০ পয়সা করে পাবেন এবং প্রতি ১০০ শেয়ারে ১৪টি করে নতুন শেয়ার পবেন।

এ কোম্পানির শেয়ারের দাম বুধবার আগের দিনের চেয়ে ১ টাকা বেড়ে ২৮ টাকা ৮০ পয়সা হয়েছে।

২০২১ সালের আর্থিক বিবরণী পর্যালোচনা করে কোম্পানির পর্ষদ এই লভ্যাংশের সুপারিশ করেছে।

সবশেষ হিসাব বছরে উত্তরা ব্যাংকের মুনাফাও বেড়েছে। শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা, আগের বছর যা ৩ টাকা ৮০ পয়সা ছিল।

বছর শেষে উত্তরা ব্যাংকের শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ কমে ঋণাত্মক ৯৪ পয়সা হয়েছে, এর আগের বছর যা ৩৪ টাকা ২৫ পয়সা ছিল।

২০২১ সাল শেষে এ কোম্পানির প্রতি শেয়ারে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩২ টাকা ৮৩ পয়সা, আগের বছর যা ৩০ টাকা ৯৩ পয়সা ছিল।

ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংক ২০২১ সালের জন্য সাড়ে ৭ শতাংশ নগদ এবং সাড়ে ৭ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

অর্থাৎ প্রতি শেয়ারে একজন বিনিয়োগকারী ৭৫ পয়সা করে পাবেন এবং প্রতি ১০০ শেয়ারে সাড়ে সাতটি করে নতুন শেয়ার পবেন।

বুধবার এ কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ টাকা ৩০ পয়সা বেড়ে ৪৯ টাকা ৭০ পয়সা হয়েছে।

সবশেষ হিসাব বছরে ব্র্যাক ব্যাংকের মুনাফাও বেড়েছে। শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা, যা আগের বছর ২ টাকা ৬৮ পয়সা ছিল।

বছর শেষে উত্তরা ব্যাংকের প্রতি শেয়ারে নগদ অর্থের প্রবাহ কমে ২ টাকা ৬৮ পয়সা হয়েছে, গের বছর যা ২৩ টাকা ৭১ পয়সা ছিল।

২০২১ সাল শেষে কোম্পানির প্রতি শেয়ারে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪১ টাকা ৮ পয়সা, যা আগের বছর ৩৪ টাকা ৫৬ পয়সা ছিল।

মার্কেন্টাইল ব্যাংক

উত্তরা ব্যাংক ২০২১ সালের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

অর্থাৎ প্রতি শেয়ারে একজন বিনিয়োগকারী ১ টাকা ২৫ পয়সা করে পাবেন এবং প্রতি ১০০ শেয়ারে পাঁচটি করে নতুন শেয়ার পবেন।

এ ব্যাংকের শেয়ার দর বুধবার ২০ পয়সা বেড়ে ১৭ টাকা ৮০ পয়সা হয়েছে বুধবার।

সবশেষ হিসাব বছরে কোম্পানির মুনাফাও বেড়েছে। শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ৪৬ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ১৬ পয়সা।

বছর শেষে উত্তরা ব্যাংকের শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ কমে ৩ টাকা ১৭ পয়সা হয়েছে, আগের বছর যা ৪ টাকা ১৬ পয়সা ছিল।

২০২১ সাল শেষে প্রতি শেয়ারে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৯১ পয়সা, আগের বছর তা ২২ টাকা ৬১ পয়সা ছিল।