দরপতনে সপ্তাহ শুরু

দিনের শুরু থেকে শেয়ারদর কমার প্রবণতার মধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে দরপতন দিয়ে শুরু হয়েছে সপ্তাহের লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2022, 12:47 PM
Updated : 23 Jan 2022, 12:47 PM

সপ্তাহের প্রথম দিন রোববার অপর পুঁজিবাজার সিএসইতেও সূচক কমেছে। সূচকের সঙ্গে লেনদেনও কমেছে উভয় বাজারে।

এদিন শুরুর ৩০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৬ পয়েন্ট কমে যায়। নিম্নমুখী ধারায় লেনদেনের মধ্যে দুই ঘন্টার মাথায় হারানো সূচক কিছুটা ফিরে পেলেও পরে তা আর ধরে রাখতে পারেনি।

দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৩২ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ৪৬ শতাংশ কমে ৭ হাজার ৭৩ পয়েন্টে নেমে যায়।

এদিন এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৭ দশমিক ৪২ শতাংশ বা ১১৮ কোটি ৭৫ লাখ টাকা কমেছে।

মোট এক হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল এক হাজার ৬০১ কোটি ২০ লাখ টাকা।

রোববার এ বাজারে লেনদেন হয়েছে ৩৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১০২টির এবং কমেছে ২৪৮টির। অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫০৮ দশমিক শূন্য ৯ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৫ দশমিক ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬২৯ দশমিক ৪৫ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০

বেক্সিমকো লিঃ, বিএসসি, পাওয়ারগ্রিড, এশিয়া ইন্স্যুরেন্স, এপেক্স ফুট, সোনালী পেপার, সাইফ পাওয়ার, ফরচুন সুজ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও লিন্ডে বিডি।

দাম বাড়ার শীর্ষ ১০

ইউনিয়ন ইন্স্যুরেন্স, ফুয়াং ফুড, এশিয়া ইন্স্যুরেন্স, এপেক্স ফুট, বিডি ল্যাম্পস, ইয়াকিন পলিমার, ফুয়াং সিরামিক্স, জেমিনি সি ফুড, আরএকে সিরামিক, গ্লোবাল ইন্স্যুরেন্স।

দর হারানো শীর্ষ ১০

পদ্মা অয়েল, গ্লোবাল হেভি কেমিক্যাল, তমিজউদ্দিন টেক্সটাইল, বিএসসি, আলিফ ইন্ডাস্ট্রিজ, তাল্লু স্পিনিং, মিথুন নিটিং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, কেয়া কসমেটিক্স ও মেঘনা পেট।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১১৫ দশমিক শূন্য ৪ পয়েন্ট বা দশমিক ৫৫ শতাংশ কমে অবস্থান করছে ২০ হাজার ৭০২ দশমিক ১৪ পয়েন্টে।

এ বাজারে লেনদেন হওয়া ৩০৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।

সিএসইতেও লেনদেন আগের দিনের তুলনায় ১১ দশমিক ৮৮ শতাংশ বা ৫ কোটি ২৪ লাখ টাকা কমেছে।

এদিন মোট ৩৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪৪ কোটি ৯ লাখ টাকা।