দিনভর ওঠানামার পর কমলো সূচক

দিনভর ওঠা নামার পর সূচক সামান্য কমে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2021, 11:42 AM
Updated : 22 Dec 2021, 11:42 AM

বুধবার এ বাজারে দামও কমেছে বেশির ভাগ শেয়ারের। তবে আগের দিনের চেয়ে শেয়ার কেনাবেচা কিছুটা বেড়েছে।

দিনের শুরুটা ঊর্ধ্বমুখী ধারায় হলেও প্রথম ঘণ্টার পর শেয়ার বিক্রির চাপ বাড়লে তা আর বজায় থাকেনি। প্রথম ৩০ মিনিটেই প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৪৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের ওঠানামার মধ্য দিয়ে শেষ পর্যন্ত ২ পয়েন্ট কমে শেষ হয় লেনদেন।

দিন শেষ ডিএসইএক্স আগের দিন থেকে ২ দশমিক ৮১ পয়েন্ট বা দশমিক শূন্য ৪ শতাংশ কমে ৬ হাজার ৭৫৪ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করছে।

অপর পুঁজিবাজার সিএসইতেও সূচক কমেছে। এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১২ দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক শূন্য ৭ শতাংশ কমে অবস্থান করছে ১৯ হাজার ৬৬৭ দশমিক ৯৯ পয়েন্টে।

বুধবার ঢাকায় সূচক কমলেও লেনদেন আগের দিনের তুলনায় ১৭ দশমিক ৭১ শতাংশ বা ১১৫ কোটি ৪৬ লাখ টাকা বেড়েছে।

মোট ৭৬৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ৬৫২ কোটি ২ লাখ টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৭টি কোম্পানির শেয়ার ও উচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪২টির এবং কমেছে ১৮৬টির। অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩৩ দশমিক ৯০ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ২ দশমিক শূন্য ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৩৬ দশমিক ৪৫ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি

বেক্সিমকো লিঃ, সোনালী পেপার, জিএসপি ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, ফরচুন সুজ, এশিয়া ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস ও  আইএফআইসি ব্যাংক।

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি

স্টাইল ক্র্যাফট, এশিয়া ইন্সুরেন্স, বিএনআইসিএল, প্রভাতী ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, সোনালী পেপার, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, জনতা ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও ফাইন ফুডস।

বেশি দর হারানো ১০টি কোম্পানি

পেপার প্রসেসিং, জিল বাংলা সুগার মিল, ন্যাশনাল টি, লিবরা ইনফিউশন, ইস্টার্ন লুব্রিকেন্টস, জেমিনী সি ফুড, হামিদ ফেব্রিক্স, রহিমা ফুড, ফার্মা এইডস ও আইসিবি ইসলামি ব্যাংক।

এদিন সিএসইতে ২৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর।

এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১৪৯ দশমিক ৭০ শতাংশ বা ৬৬ কোটি ৫২ লাখ টাকা বেড়েছে।

মোট ১১০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪৪ কোটি ৪৩ লাখ টাকা।