দরপতনে সপ্তাহ শুরু, বেড়েছে লেনদেন

দরপতন দিয়ে সপ্তাহের লেনদেন শুরু হয়েছে দেশের উভয় পুঁজিবাজারে; তবে বেড়েছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2021, 12:45 PM
Updated : 12 Dec 2021, 12:45 PM

সপ্তাহের প্রথম দিন রোববার দিনের প্রথম ঘণ্টা থেকেই শুরু হওয়া নিম্নমুখী প্রবণতা বজায় ছিল লেনদেন শেষেও।

এতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক ৯২ শতাংশ কমে ৬ হাজার ৯২০ দশমিক ৩৫ পয়েন্টে নেমেছে।

দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও বড় পতন হয়েছে। এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৯৬ দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ৯৬ শতাংশ কমে অবস্থান করছে ২০ হাজার ২৬৫ দশমিক ৭৮ পয়েন্টে।

আগের সপ্তাহের ঊর্ধ্বমুখী ধারার বিপরীতে নতুন সপ্তাহে বড় দরপতনে সপ্তাহ শুরু হলেও রোববার ঢাকার বাজারে লেনদেন বেড়েছে।

এ বাজারে আগের দিনের তুলনায় ১০ দশমিক শূন্য ৪ শতাংশ বা ১০৪ কোটি ৭৮ লাখ টাকা বেড়ে ১ হাজার ১৪৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের কর্মদিবসে যা ছিল ১ হাজার ৪৩ কোটি ৪৬ লাখ টাকা।

রোববার ৬৪ শতাংশ কোম্পানির দাম কমেছে। এর বিপরীতে ২৬ শতাংশের দাম বেড়েছে এবং অপরিবর্তিত রয়েছে ৯ শতাংশ কোম্পানির শেয়ারের দাম।

এ বাজারে লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৯টির এবং কমেছে ২৪২টির। অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক শূন্য ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬৭ দশমিক ৪০ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ২৮ দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬০৪ দশমিক শূন্য ৮ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি

ওয়ান ব্যাংক, বেক্সিমকো লিঃ, সাইফ পাওয়ার, সোনালী পেপার, ফরচুন সুজ, বিএটিবিসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ডেল্টা লাইফ ও জিএসপি ফাইন্যান্স।

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি

আরামিট লিঃ, অ্যাম্বি ফার্মা, রহিম টেক্সটাইল, আইএসএন, এপেক্স ফুড, সোনালী পেপার, মুন্নু অ্যাগ্রো, লিব্রা ইনফিউশন, এনটিসি ও ফার্মা এইড।

বেশি দর হারানো ১০টি কোম্পানি

ওয়ান ব্যাংক, মিথুন নিটিং, ফিনিক্স ইন্স্যুরেন্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, এএমসিএল প্রাণ, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, অলিম্পিক এক্সেসরিজ, এসকে ট্রিমস, তসরিফা ইন্ডাস্ট্রিজ ও আমরা নেট।

রোববার চট্টগ্রামের বাজার সিএসইতে ২৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দর।

বেশির ভাগের দাম কমলেও লেনদেন আগের দিনের তুলনায় ৮ দশমিক ৯৯ শতাংশ বা ৩ কোটি ৫৫ লাখ টাকা বেড়েছে।

এদিন মোট ৪৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩৯ কোটি ৪৯ লাখ টাকা।