সূচক বেড়ে সপ্তাহ শেষ

সপ্তাহের শেষ দিন বাংলাদেশের পুঁজিবাজারে সূচক বেড়েছে; প্রধান বাজার ঢাকায় সপ্তাহ শেষে ৪৮ দশমিক ৫৪ পয়েন্ট সূচক যোগ হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2021, 01:18 PM
Updated : 9 Dec 2021, 01:18 PM

বৃহস্পতিবার দিন শেষে ঢাকার প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৩২ দশমিক ৬০ পয়েন্ট বা দশমিক ৪৭ শতাংশ বেড়ে ৬ হাজার ৯৮৪ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকায় সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৫ শতাংশ বা ১০৮ কোটি ৯৪ লাখ টাকা কমে একহাজার ৪৩ কোটি ৪৬ লাখ টাকা হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনে থাকা ৩৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ২৮ শতাংশের দাম কমেছে; বিপরীতে ৫৭ শতাংশের দাম বেড়েছে ও অপরিবর্তিত রয়েছে ১৫ শতাংশের।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭৫ দশমিক ৪৬ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১১ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৩২ দশমিক ১৯ পয়েন্টে।

বৃহস্পতিবার চট্টগ্রামের পুঁজিবাজারে প্রধান সূচক সিএএসপিআই ১০২ দশমিক ৭৮ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৪৬২ দশমিক ১৮ পয়েন্টে।

এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ২৫ দশমিক ৪৯ শতাংশ বা ১৩ কোটি ৫১ লাখ টাকা কমেছে।

এদিন মোট ৩৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিন ছিল ৫৩ কোটি টাকা।

সিএসইতে ২৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।