দুই দিনে ২৩২ পয়েন্ট নিয়ে সপ্তাহ শেষ ডিএসইর

পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ইতিবাচক মনোভাবের খবরে পর টানা দুদিন বাংলাদেশের পুঁজিবাজারে সূচকে বড় উল্লম্ফন হলো।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2021, 12:17 PM
Updated : 2 Dec 2021, 12:26 PM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বাংলাদেশের দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে।

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ১ দশমিক ৩০ শতাংশ, আর চট্টগ্রামের সূচকও প্রায় সমহারে বেড়েছে। 

দিন শেষে ডিএসইর মূল সূচক ডিএসইএক্স ৮৯ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৩৬ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করছে।

আগের দিন ডিএসইর সূচকে ১৪৩ পয়েন্ট যোগ হয়, যা দিনের হিসেবে সাড়ে নয় মাসের মধ্যে সর্বোচ্চ। দুদিনে ২৩২ পয়েন্ট যোগ হলো।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মূল সূচক সিএএসপিআই বৃহস্পতিবার ২৫৬ দশমিক ৬২ পয়েন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ বেড়ে ২০ হাজার ২৫৪ দশমিক ৮৭ পয়েন্টে রয়েছে।

ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ১২ দশমিক ৯৩ শতাংশ বা ১৪২ কোটি ৫৮ লাখ টাকা বেড়েছে।

আর চট্টগ্রামে লেনদেন আগের দিনের তুলনায় ১৪ দশমিক ৫৪ শতাংশ বা ৭ কোটি ৯০ লাখ টাকা বেড়েছে।

ডিএসইতে বৃহস্পতিবার ১ হাজার ২৪৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিন ছিল ১ হাজার ১০২ কোটি ৬১ লাখ টাকা।

হাতবদল হওয়া ৩৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৫৬ শতাংশের দাম বেড়েছে। এর বিপরীতে ৩২ শতাংশের দাম কমেছে ও অপরিবর্তিত রয়েছে ১৩ শতাংশের দাম।

মধ্যে দর বেড়েছে ২০৮টির এবং কমেছে ১১৮টির। অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৮ পয়েন্টে দশমিক ৯২ পয়েন্ট।

ডিএস৩০ সূচক ৪৬ দশমিক শূণ্য ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৩৫ দশমিক ৯৪ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি

বেক্সিমকো লিঃ, ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক, পাওয়ার গ্রীড, ডেল্টা লাইফ, সোনালি পেপার, সেনা কল্যান ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও আইডিএলসি।

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি

সেনা কল্যান ইন্স্যুরেন্স, একমী পেসটিসিয়াস, এমজেএল বিডি, পাওয়ার গ্রীড, জিবিবি পাওয়ার, বিএসআরএম স্টিল, বিএসআরএম লিঃ, সোনালি পেপার,  বিএসসিসিএল ও সামিট পাওয়ার।

সবচেয়ে বেশি দর হারানো ১০টি কোম্পানি

ভিআইএমএল বিডি মি.ফা.-১, জিলবাংলা সুগার, অলটেক্স লিঃ, রহিম টেক্সটাইল, এমারেল্ড অয়েল, ডেল্টা লাইফ, সাফকো স্পিনিং, জাহিন টেক্স, সাভার রিফ্রেক্টরীজ ও ইস্টার্ন লুব্রিকেন্টস।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজারে সূচক এবং লেনদেন বেড়েছে । 

এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ২৫৬ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ২৫৪ দশমিক ৮৭ পয়েন্টে।

বৃহস্পতিবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১৪ দশমিক ৫৪ শতাংশ বা ৭ কোটি ৯০ লাখ টাকা বেড়েছে।

এদিন মোট ৬২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫৪ কোটি ৩০ লাখ টাকা।

সিএসইতে ২৬৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।