দরপতনে সপ্তাহ শুরু পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2021, 11:43 AM
Updated : 7 Nov 2021, 11:43 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের থেকে দশমিক ৭৪ শতাংশ কমেছে।

দিনের লেনদেন শেষে সূচক ৫০ দশমিক ৮৪ পয়েন্ট কমে ৬ হাজার ৮৫৫ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করছে।

গত সপ্তাহে ১৫৫ দশমিক ৬৪ পয়েন্ট কমেছিল সূচক। 

রোববার ঢাকায় সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে।

ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ৭ দশমিক ২২ শতাংশ বা ৭৭ কোটি ১৩ লাখ টাকা বেড়ে একহাজার ১৪৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

ডিএসইতে হাতবদল হওয়া ৩৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্য ৮০ শতাংশ কোম্পানির দাম কমেছে। এর বিপরীতে ১৩ শতাংশের দাম বেড়েছে এবং অপরিবর্তিত রয়েছে ৭ শতাংশ কোম্পানির শেয়ারের দাম।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ দশমিক ৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৪ দশমিক ৩২ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ২ দশমিক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৯৮ দশমিক ৯৭ পয়েন্টে।

লেনদেনে শীর্ষ ১০

বেক্সিমকো, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, আলিফ ম্যানুফ্যাকচারিং, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, আইএফআইসি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, মালেক স্পিনিং মিলস লিমিটেড, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।

দাম বাড়ায় শীর্ষ ১০

সেনা কল্যাণ ইন্সুরেন্স, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, জেনেক্স ইনফোসিস লিমিটেড, কাট্টালি টেক্সটাইল, রহিমা ফুড, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, নিউ লাইন ক্লোথিংস লিঃ এবং আলিফ ম্যানুফ্যাকচারিং।

দর হারানো শীর্ষ ১০

তুং হাই, স্টাইলক্রাফট, বিডি থাই এলুমিনিয়াম, ফার্মা এইডস লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এরামিট লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দেশবন্ধু পলিমার লিমিটেড এবং ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজারে সূচকের সাথে লেনদেন কমেছে । 

এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১০৯ দশমিক ৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৭৮ দশমিক শূণ্য ৯ পয়েন্টে।

রোববার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ২০ দশমিক ৫০ শতাংশ বা ৭ কোটি ১ লাখ টাকা কমেছে।

এদিন মোট ২৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩৪ কোটি ১৭ লাখ টাকা।

সিএসইতে ২৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দর।