দিনভর ওঠানামা শেষে বড় পতনে সপ্তাহ শুরু

সপ্তাহের প্রথম দিন রোববার সূচক ও লেনদেন দুটোই কমেছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2021, 01:56 PM
Updated : 31 Oct 2021, 01:56 PM

আগের তিন দিনের ধারায় এদিনও লেনদেন শুরু হয় সূচকের ঊর্ধ্বমুখী ধারায়। তবে তা আধা ঘণ্টাও টেকেনি। এরপর সকাল সাড়ে ১০টার পর সূচক আবার ঊর্ধ্বমুখী হয়ে ২০ পয়েন্ট পর্যন্ত বেড়েছিল।

সূচকের এমন ওঠানামার মধ্যেই লেনদেন হয় বেশ কিছুক্ষণ। শেষ পর্যন্ত কেনার চেয়ে বিক্রির পরিমাণ বাড়তে থাকলে দুপুর ১টার পর থেকে নিম্নমুখী ধারায় চলে যায় বাজার। পরের দেড় ঘণ্টায় পতনের মাত্রা বাড়তে থাকে।

দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৬১ দশমিক ৪১ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ কমে ৭ হাজার দশমিক ৯৫ পয়েন্টে নেমে আসে।

আগের সপ্তাহের শেষ তিন দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছিল ১৭৭ পয়েন্ট।

এদিন দরপতন হয়েছে চট্টগ্রামের পুঁজিবাজারেও। এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৪৮ দশমিক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৪৮০ দশমিক ৩১ পয়েন্টে।

রোববার ঢাকায় সূচকের সঙ্গে লেনদেনও আগের দিনের তুলনায় ৫ দশমিক শূন্য ৭ শতাংশ বা ৮৭ কোটি ৪৫ লাখ টাকা কমেছে।

মোট ১ হাজার ৬৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ৭২৪ কোটি ৪৮ লাখ টাকা।

ডিএসইতে এদিন ৬০ দশমিক ২৭ শতাংশ কোম্পানির দাম কমেছে। এর বিপরীতে ৩২ দশমিক ৫৩ শতাংশের দাম বেড়েছে এবং অপরিবর্তিত রয়েছে ৭ দশমিক ২০ শতাংশ কোম্পানির শেয়ারের দাম।

সংখ্যার হিসাবে এ বাজারে লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২২টির ও কমেছে ২২৬টির। অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭০ দশমিক ৫০ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১৮ দশমিক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬২০ দশমিক ৫৯ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি

বেক্সিমকো লিঃ,  আইএফআইসি ব্যাংক, সাইফ পাওয়ার,  ওরিয়ন ফার্মা, ফরচুন সুজ, বিএটিবিসি, মালেক স্পিনিং, জিপিএইচ ইস্পাত, জেনেক্স ইনফোসিস ও লাফার্জহোলসিম বাংলাদেশ। 

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি কোম্পানি

সাফকো স্পিনিং, জেমিনি সি ফুড, আমান ফিড মিল, হামিদ ফেব্রিক্স, সোনারগাঁ টেক্সটাইল, নিউ লাইন ক্লোথিংস, দেশ গার্মেন্টস, ইন্ট্রাকো রিফুয়েলিং, কুইন সাউথ টেক্সটাইল ও কোহিনূর ক্যামিকেলস। 

বেশি দর হারানো ১০টি কোম্পানি

আরামিট সিমেন্ট, ন্যাশনাল ফিড মিল, প্যাসিফিক ডেনিমস, জিবিবি পাওয়ার, মুন্নু ফেব্রিকস, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, এশিয়া ইন্স্যুরেন্স, শাশা ডেনিমস, ইউনিয়ন ক্যাপিটাল ও কনফিডেন্স সিমেন্ট।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজারেও সূচক ও লেনদেন কমেছে। 

সিএসইতে ২৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির দর।

রোববার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১১ দশমিক ২০ শতাংশ বা ৭ কোটি ১৩ লাখ টাকা কমেছে।

মোট ৫৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৬৩ কোটি ৬৮ লাখ টাকা।