বড় পতনে সপ্তাহ শুরু

দিনের প্রথম ঘণ্টা ইতিবাচক থাকলেও শেষ পর্যন্ত বড় পতনে সপ্তাহের লেনদেন শুরু হয়েছে ডিএসইতে; যা নিয়ে পাঁচ দিন সূচক কমলো পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2021, 12:59 PM
Updated : 17 Oct 2021, 12:59 PM

রোববার সপ্তাহের প্রথম দিন প্রথম ঘন্টাতেই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক আগের দিন থেকে ৩৫ পয়েন্ট বেড়ে যায়।

এরপর বিক্রির চাপ বাড়লে সূচক কমতে থাকে, যা এক পর্যায়ে বৃহস্পতিবারেরে চেয়ে ৭০ পয়েন্ট কমে যায়। শেষের দিকে কিছু বড় মূলধনি শেয়ারের দাম বাড়লে সূচক পতনের তীব্রতা কিছুটা কমে।

দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৫৬ দশমিক ৮০ পয়েন্ট বা দশমিক ৭৮ শতাংশ কমে ৭ হাজার ১৮৬ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সূচক কমেছে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও। এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৯৪ দশমিক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ২২ দশমিক ৫৩ পয়েন্টে।

ডিএসইতে এ নিয়ে পাঁচ দিন সূচক কমেছে। গত ১০ অক্টোবর সূচক ছিল ৭ হাজার ৩৬৮ পয়েন্টে। এর পরের পাঁচ দিনে ১৮২ পয়েন্ট সূচক কমেছে।

রোববার সূচক কমলেও লেনদেন কিছুটা বেড়েছে।ডিএসইতে আগের দিনের তুলনায় ১৫ দশমিক ৪৫ শতাংশ বা ২২১ কোটি ৫০ লাখ টাকা বেড়ে এক হাজার ৬৫৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের কর্মদিবসে যা ছিল ১ হাজার ৪৩৩ কোটি ৮৮ লাখ টাকা।

এদিন ডিএসইতে ৭৬ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর বিপরীতে ১৭ শতাংশের দাম বেড়েছে এবং অপরিবর্তিত রয়েছে ৬ শতাংশ কোম্পানির শেয়ারের দাম।

রোববার এ বাজারে লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬৫টির এবং কমেছে ২৮৭টির। অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ দশমিক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৪৬ দশমিক ৩২ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১৪ দশমিক পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭০৫ দশমিক ১৪ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি

ফরচুন সুজ, আইএফআইসি, ওরিয়ন ফার্মা, লাফার্জহোলসিম, এনআরবিসি ব্যাংক, বিএটিবিসি, ডেল্টা লাইফ, জেনেক্স ইনফোসিস, বেক্সিমকো লিঃ ও সোনালি পেপার।

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি কোম্পানি

এসবিএসি ব্যাংক, ফরচুন সুজ, এনআরবিসি ব্যাংক, সোনালি পেপার, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, আইএফআইসি, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, বিএটিবিসি, আল আরাফাহ ইসলামী ব্যাংক ও এবি ব্যাংক।

সবচেয়ে বেশি দর হারানো ১০টি কোম্পানি

ওরিয়ন ফার্মা, আইবিপি, ইমাম বাটন, পেপার প্রসেসিং, ফারইস্ট নিটিং, এডভেন্ট ফার্মা, ওরিয়ন ইনফিউশন, জিপিএইচ ইস্পাত, ফু-ওয়াং সিরামিকস ও জিবিবি পাওয়ার।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে। এ বাজারে আগের দিনের তুলনায় ৩৮ দশমিক শূন্য ৯ শতাংশ বা ১৭ কোটি ৬০ লাখ টাকা বেড়ে ৬৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪৬ কোটি ২২ লাখ টাকা।

সিএসইতে ৩১০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।