সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিনের লেনদেনে সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2021, 01:57 PM
Updated : 31 August 2021, 01:57 PM

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেন শুরুর ২০ মিনিটের মধ্যে সূচক ৩৫ পয়েন্ট এবং এক পর্যায়ে ৬০ পয়েন্ট বেড়ে যায়।

তবে দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৪৫ দশমিক ৬৪ পয়েন্ট বা দশমিক ৬৭ শতাংশ বেড়ে ৬ হাজার ৮৬৯ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ২১ দশমিক ৭৯ শতাংশ বা ৪০২ কোটি ৪৫ লাখ টাকা বেড়েছে।

ঢাকায় এদিন ২ হাজার ২৪৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল একহাজার ৮৪৬ কোটি ৮৯ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে থাকা ৩৭৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ২২৫টির বা ৬০ শতাংশের দর বেড়েছে। দাম কমেছে ১১৯টির; অপরিবর্তিত রয়েছে ৩২টির।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক শূন্য ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে একহাজার ৪৯০ দশমিক ৩০ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১০ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৫৩ দশমিক ৯৫ পয়েন্টে।

লেনদেনে শীর্ষ ১০

বেক্সিমকো, লাফার্জহোলসিম বাংলাদেশ, বিএটিবিসি, ম্যাকসন্স স্পিনিং, বেক্সিমকো ফার্মা, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, ইসলামি ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ার ও লংকবাংলা ফাইন্যান্স।

দাম বৃদ্ধিতে শীর্ষ ১০

ইসলামি ইন্স্যুরেন্স, ম্যাকসন্স স্পিনিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, অ্যাপলো ইস্পাত, জনতা ইন্স্যুরেন্স, মুন্নু এগ্রো, রিং শাইন টেক্সটাইল, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ও খান ব্রাদার্স পিপি।

দর পতনে শীর্ষ ১০

গ্রামীন ওয়ান: স্কিম ২, এনএলআই ফার্স্ট মি.ফা., রিলায়েন্স ওয়ান, ন্যাশনাল টি, ইবিএল এনআরবি মি.ফা., আইএফআইসি ফার্স্ট মি.ফা., অ্যাসোসিয়েটেড অক্সিজেন, পিএইচপি ফার্স্ট মি.ফা., কেডিএস এক্সেসোরিজ ও সিএপিএম আইবিবিএল মি.ফা.।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজারে সূচক কমেছে। 

এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৫৩ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৯৯৭ দশমিক ৪৫ পয়েন্টে।

মঙ্গলবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১৩ দশমিক ৩৩ শতাংশ বা ১০ কোটি ৯৯ লাখ টাকা কমেছে।

মোট ৭১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৮২ কোটি ৪৩ লাখ টাকা।

সিএসইতে ৩২৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০২টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।