আইপিও ছাড়ার অনুমোদন পেল সেনা কল্যাণ ইন্সুরেন্স

বীমা কোম্পানি সেনা কল্যাণ ইন্সুরেন্স কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১৬ কোটি টাকা তোলার অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2021, 04:16 PM
Updated : 11 August 2021, 04:16 PM

বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেনা কল্যাণ ইন্সুরেন্স ফিক্সড প্রাইস পদ্ধতিতে প্রতিটি ১০ টাকার এক কোটি ৬০ লাখ শেয়ার পুঁজিবাজারে ছাড়বে।

এই টাকা দিযে ব্যাংকে ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ, ফ্লোর কেনা ও প্রাথমিক গণপ্রস্তাব খাতে ব্যয় করবে।

এই বীমা কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে  ট্রিপল এ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে সেনা কল্যাণ ইন্সুরেন্স। ২০১৩ সাল থেকে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

কোম্পানিটির চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম ও এর প্রধান নির্বাহী কর্মকর্তা শফিক সামিম।

২০১৬ সালে কোম্পানিটি মুনাফা করেছে ৩ কোটি ৬৪ লাখ টাকা, ২০১৭ সালে কোম্পানিটি মুনাফা করেছে ৫ কোটি ১৪ লাখ টাকা, ২০১৮ সালে কোম্পানিটি মুনাফা করেছে ৩ কোটি ৭৮ লাখ টাকা, ২০১৯ সালে কোম্পানিটি মুনাফা করেছে ৯ কোটি ৮৩ লাখ টাকা এবং ২০২০ সালে কোম্পানিটি মুনাফা করেছে ৯ কোটি ৪৩ লাখ টাকা।