সপ্তাহান্তে পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বগতিতে

সপ্তাহের শেষ দিনের লেনদেনে সূচক সামান্য বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2021, 12:39 PM
Updated : 29 July 2021, 12:39 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৮ দশমিক শূন্য ৬ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ বেড়ে ৬ হাজার ৪২৫ দশমিক ২৬ পয়েন্টে অবস্থান করছে।

বৃহস্পতিবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১১ দশমিক ৭৯ শতাংশ বা ১৬০ কোটি ৪১ লাখ টাকা বেড়েছে।

ঢাকায় এদিন একহাজার ৫২১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ৩৬০ কোটি ৮৯ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে তালিকাভুক্ত ৪৫ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।     

এ বাজারে লেনদেন হয়েছে ৩৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির এবং কমেছে ১৬৭টির। অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০১ দশমিক শূণ্য ৪ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৪ দশমিক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩২৭ দশমিক ৮৮ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

বেক্সিমকো, জিপিএইচ ইস্পাত, সাইফ পাওয়ার, বিএটিবিসি, অ্যাক্টিভ ফাইন, ফার কেমিক্যাল, ফু-ওয়াং সিরামিক, ম্যাকসন্স স্পিনিং, রহিমা ফুড ও আমান ফিড। 

দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানি

কপারটেক ইন্ডাস্ট্রিজ, এএফসি এগ্রো বায়োটেক, মেট্রো স্পিনিং, দেশবন্ধু পলিমার, ফার কেমিক্যাল, আল-হাজ্ব টেক্সটাইল, ফার ইস্ট নিটিং, সেন্ট্রাল ফার্মা, সোনালী পেপার ও খান ব্রাদার্স পিপি।

দর পতনে শীর্ষ ১০ কোম্পানি

জিল বাংলা সুগার মিল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক লিঃ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিক্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স।

বৃহস্পতিবার চট্টগ্রামের পুঁজিবাজারেও সূচক বেড়েছে। 

এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৩ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৩৫ দশমিক ৪০ পয়েন্টে।

সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ৩১ দশমিক ২৫ শতাংশ বা ২০ কোটি ৮৪ লাখ টাকা কমেছে।

এই বাজারে মোট ৪৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৬৬ কোটি ৬৯ লাখ টাকা।

সিএসইতে ৩১৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।