লকডাউনে ব্রোকারেজ হাউসে যেতে মানা

কোভিড নিয়ন্ত্রণে দেশে কঠোর লকডাউন চলাকালে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ব্রোকারেজ হাউসে যেতে নিষেধ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2021, 02:17 PM
Updated : 1 July 2021, 03:15 PM

এই সময়কালে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে শেয়ার লেনেদন করার কথা বলেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার দুই স্টক এক্সচেঞ্জ ডিএসই ও সিএসইকে চিঠিও পাঠিয়েছে কমিশন।

এতে বলা হয়েছে সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে সোমবার থেকে বিনিয়োগকারীরা ব্রোকারেজ হাউজে যেতে পারবেন না।

লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নের মাধ্যমে সংক্রমণের বিস্তার রোধে বিনিয়োগকারীদের মোবাইল ফোন, টেলিফোন, ইমেইল অথবা অ্যাপের মত ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে লেনদেন করতে বলা হয়েছে।

এদিকে লকডাউনের মধ্যে পুঁজিবাজার সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন সেজন্য বিশেষ পাসও ইস্যু করেছে কমিশন।

বুধবার বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এই পাস পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।   

এতে বলা আছে, আগামী সোমবার থেকে এই পাস কার্যকর হবে।

এতে আরও লেখা আছে “জরুরি আর্থিক ব্যবস্থাপনার স্বার্থে (পুলিশ মহাপরিদর্শকের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে) এই আদেশের বাহককে অবাধ চলাচলের সুযোগ প্রদানের অনুরোধ জানানো হচ্ছে।”