গুজবে কান দেবেন না: বিএসইসি

পুঁজিবাজার নিয়ে কোনো গুজবে কান না দিতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2021, 02:50 PM
Updated : 22 March 2021, 02:50 PM

সোমবার এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এতে বলা হয়, ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারের সব লেনদেন চালু থাকবে। এ ব্যাপারে বিনিয়োগকারীদের কোনো রকম গুজবে কান না দেওয়ার অনুরোধ।

কোভিড-১৯ সংক্রমণ বাড়তে থাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে বলে গুজবের মধ্যে শেয়ার বিক্রির হিড়িকে ব্যাপক দরপতন হয়েছে পুঁজিবাজারে।

বৃহস্পতিবার এবং রোববার মোট ১৬৭ পয়েন্ট বা ৩ দশমিক শূণ্য ২ শতাংশ সূচক কমে ঢাকার পুঁজিবাজারে।

এর প্রেক্ষিতে এই সংবাদ বিজ্ঞপ্তি দিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।