ব্র্যাকের ১৩৫০ কোটি টাকার বন্ডে বিএসইসির অনুমোদন

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে বন্ড ছেড়ে একহাজার ৩৫০ কোটি টাকা তোলার অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2021, 01:36 PM
Updated : 3 Feb 2021, 01:36 PM

বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই বন্ড ছেড়ে তোলা টাকা দিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ক্ষুদ্র ঋণের কার্যক্রম বাড়াবে।

বন্ডের প্রতি ইউনিটের দাম হবে এক কোটি টাকা। সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইনস্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট ও স্বায়ত্তশাসিত করপোরেশন এই বন্ড কিনতে পারবে।

এর মেয়াদ হবে দেড় বছর থেকে ৫ বছর। এটি নন কনভার্টেবল, অর্থাৎ বন্ডকে শেয়ারে রূপান্তর করা যাবে না।

এই বন্ডের টাকা তুলতে কোনো জামানত জমা দেওয়া হয়নি। এটি হবে জিরো কুপন বন্ড।

বন্ডটির ট্রাস্টি হিসেবে আছে এমটিবি ক্যাপিট্যাল লিমিটেড। আর লিড অ্যারেঞ্জার হিসেবে আছে আরএসএ ক্যাপিট্যাল ।