ডিএসইর অ্যাপে পুরোদমে লেনদেন ১০ দিন পর

রক্ষণাবেক্ষণ কাজ শেষ না হওয়ায় বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপে পুরো দমে লেনদেনের সুযোগ নিতে আরও ১০ দিন অপেক্ষা করতে হবে বিনিয়োগকারীদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2021, 01:44 PM
Updated : 1 Feb 2021, 03:37 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার থেকেই অ্যাপে পুরো সময় অর্থাত্ ৯টা ৪৫ মিনিট থেকে বেলা ২টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেন শুরুর কথা থাকলেও কাজ শেষ না হওয়ায় সময় বাড়ালো ডিএসই। ১১ ফেব্রুয়ারি পরে পুরো দমে মোবাইল অ্যাপে লেনদেনে শুরু করা যাবে ।

এখন সকাল ১০টা ১৫ মিনিট থেকে বেলা ২ টা পর‌্যন্ত লেনদেন করতে পারছেন বিনিয়োগকারীরা।

বাংলাদেশের পুঁজিবাজারে সকাল ১০ থেকে লেনদেন শুরু হয়ে শেষ হয় বেলা ২টা ৩০ মিনিটে। এর সাথে লেনদেন শুরুর আগে ১৫ মিনিট এবং শেষ হওয়ার পরে ১০ মিনিট বাড়তি লেনদেন করা যায় ঢাকার পুঁজিবাজারে।     

সেই হিসেবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বেলা ২টা ৪০ মিনিট পর‌্যন্ত ঢাকার পুঁজিবজারে লেনদেন চলে।

কিন্তু রক্ষণাবেক্ষণ চলায় ডিএসইর অ্যাপে লেনদেন গত ১১ জানুয়ারি থেকে ১০টা ১৫ মিনিট থেকে বেলা ২টা পর‌্যন্ত লেনদেন চলছিল। ১ ফেব্রুয়ারির পর পুরো সময় লেনদেন হওয়ার কথা ছিল।

ঢাকার পুঁজিবাজারের ৫০ হাজারের বেশি গ্রাহক মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন করেন।

সোমবার পর্যন্ত বাংলাদেশের পুঁজিবাজারে বিও একাউন্টের সংখ্যা ২৫ লাখ ৬৪ হাজার ৩৩৭টি। সে হিসেবে মোট বিনিয়োগকারীর দশমিক ২০ শতাংশ বিনিয়োগকারী মোবাইলে লেনদেন করেন।