রক্ষণাবেক্ষণ: ডিএসইর অ্যাপে লেনদেনের সময় কমল
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2021 06:10 PM BdST Updated: 10 Jan 2021 06:18 PM BdST
-
ডিএসই ভবন
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ২ ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপের মাধ্যমে লেনদেন ৪৫ মিনিট কম হবে।
সোমবার থেকে বিনিয়োগকারীরা সকাল সোয়া ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন করতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএসই।
এতে বলা হয়, পহেলা ফেব্রুয়ারিতে রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে আবার পুরো সাড়ে চার ঘণ্টা অর্থাৎ সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত মোবাইলে লেনদেন করতে পারবেন বিনিয়োগকারীরা।
ঢাকার পুঁজিবাজারের ৫০ হাজারের বেশি গ্রাহক মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন করেন।
সোমবার পর্যন্ত বাংলাদেশের পুঁজিবাজারে বিও একাউন্টের সংখ্যা ২৫ লাখ ৬৪ হাজার ৩৩৭টি। সে হিসেবে মোট বিনিয়োগকারীর দশমিক ২০ শতাংশ বিনিয়োগকারী মোবাইলে লেনদেন করেন।
সর্বশেষ তথ্য বিশ্লেষণে দেখা যায়, মোবাইলের মাধ্যমে মোট ৬৯ হাজার শেয়ার ক্রয়-বিক্রয়ের আদেশ দিয়েছিলেন বিনিয়োগকারীরা, যার মধ্যে ৫০ হাজারের বেশি লেনদেন সম্পন্ন হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান।
রোববার ঢাকার পুঁজিবাজারে মোট ২ লাখ ৩১ হাজার ২০৩টি লেনদেন হয়েছে। মোট টাকার পরিমাণ ১ হাজার ৫০৫ কোটি ৬৮ লাখ টাকা।
তবে মোবাইলের মাধ্যমে কত টাকার লেনদেন হয়েছে তা জানাতে পারেননি শফিকুর রহমান।
-
আইপিওতে লটারি বাদ: সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ
-
ডিএসইতে লেনদেন ২০০ কোটি টাকা কমেছে
-
অগ্নিকাণ্ডের পর জাহিন স্পিনিংয়ে শেয়ারের দরপতন
-
পিকে হালদারসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সাড়ে চার কোটি টাকা জরিমানা
-
১৯৯৬ বা ২০১০ আর আসবে না: ডিএসই চেয়ারম্যান
-
সূচক বেড়েছে পুঁজিবাজারে
-
আইপিওতে লটারি তুলে দিলে লাভ কী?
-
লেনদেনের শুরুর দিনে ৫০% দর বাড়ল এনার্জিপ্যাকের
সর্বাধিক পঠিত
- ক্লান্ত সেনাদের ঠাঁই গ্যারেজে, ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট বাইডেন
- স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ
- ‘ভারতীয় তরুণদের তুলনায় এখনও প্রাইমারি স্কুলে অস্ট্রেলিয়ানরা’
- ৩ মিনিটের ৩ গোলে পিএসজির বড় জয়
- মাশরাফিকে ছাড়িয়ে মুশফিক, ড্রেসিং রুমে উদযাপন
- কারাগারে হলমার্ক জিএমের সঙ্গে নারীর সাক্ষাৎ: ৩ জনকে প্রত্যাহার
- দেশে করোনাভাইরাসে মৃত্যু ৮ হাজার ছাড়াল
- সাবেক এমপি পেলেন গৃহহীনদের ঘর
- টিভি সূচি (শনিবার, ২৩ জানুয়ারি ২০২১)
- পান্ডিয়ার বিরুদ্ধে অভিযোগের পর নিষিদ্ধ হুডা