পুঁজিবাজারে তারল্য বাড়াতে ১০০ কোটি ডলারের বন্ড ছাড়বে আইসিবি
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2021 01:08 AM BdST Updated: 27 Jan 2021 01:08 AM BdST
-
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবন
বাংলাদেশের পুঁজিবাজারে তারল্য বাড়াতে ১০০ কোটি ডলারের বৈদেশি বন্ড ছাড়বে সরকারি বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
মঙ্গলবার বিএসইসির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইসিবিকে শক্তিশালী করার জন্য আগেই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল। এরই ধারাবাহিকতায় আইসিবির বন্ড ছাড়ার সিদ্ধান্তটি এসেছে।
বাংলাদেশি টাকায় আইসিবির বন্ডের আকার হবে ৮ হাজার ৫০০ কোটি টাকা, প্রতি ডলার ৮৫ টাকা ধরে। এই বন্ডে বিনিয়োগ করবে বিদেশি একটি ব্যাংক। এর মধ্যে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ কোটি টাকা দিয়ে আইসিবি ঋণ শোধ করবে।
“বাকি টাকার মধ্যে ৪ হাজার কোটি টাকা ৫ শতাংশ সুদে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউজগুলোকে দেওয়া হবে। এই টাকা দিয়ে তারা ১২ শতাংশ সুদে বিনিয়োগকারীদের ঋণ দেবেন। বাকি দেড় থেকে ২ হাজার কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করা হবে।”
প্রধানমন্ত্রী পুঁজিবাজারের উন্নয়নে যে নির্দেশনাগুলো দিয়েছিলেন:
>> পুঁজিবাজারে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধি করা
>> মার্চেন্ট ব্যাংকার ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য কতিপয় সহজ শর্তে ঋণ সুবিধার ব্যবস্থা করা
>> আইসিবির বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধিকরণ
>> বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা ও দেশীয় বাজারে আস্থা সৃষ্টি করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ
>> প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা
>> বাজারে মানসম্পন্ন আইপিও বৃদ্ধির লক্ষ্যে বহুজাতিক ও সরকারি মালিকানাধীন লাভজনক কোম্পানিগুলোকে তালিকাভুক্তকরণের উদ্যোগ গ্রহণ করা। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
-
লাফার্জ হোলসিমের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা
-
বারাকা পতেঙ্গার শেয়ারের প্রান্তসীমা মূল্য ৩২ টাকা
-
ফ্লোর প্রাইস: সমন্বয়ের নির্দেশনা কার্যকর
-
পুঁজিবাজারে সূচকে উন্নতি
-
‘অতি উৎসাহে’ নতুন শেয়ার না কেনা ভালো: শাকিল রিজভী
-
৫০০ কোটি টাকার বন্ড ছাড়তে চায় আইএফআইসি ব্যাংক
-
সূচক বেড়েছে দুই পুঁজিবাজারে
-
মহামারী: মুনাফার সঙ্গে লভ্যাংশও কমেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ইসিকে হেয় করতে সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল
- টিভি সূচি (মঙ্গলবার, ০২ মার্চ ২০২১)
- আহমেদাবাদের উইকেট নিয়ে ‘কান্নাকাটিতে’ বিস্মিত রিচার্ডস