সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন বাংলাদেশের পুঁজিবাজারে সূচক সামান্য বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2021, 11:03 AM
Updated : 19 Jan 2021, 11:03 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১৯ দশমিক শূন্য ৮ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৮২০ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে ১ হাজার ২৯০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ১ হাজার ৫১৯ কোটি ৫৯ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির, আর কমেছে ১০৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৭০টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯১ দশমিক ৮৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৩ দশমিক ৩৯ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২ দশমিক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৯৬ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১৮ শতাংশ কম।

সিএসইতে ৮৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৯৮ কোটি শূন্য ৪ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির দর।