সোনালী লাইফ ইন্সুরেন্সকে ১৯ কোটি টাকার আইপিও ছাড়ার অনুমতি

বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্সুরেন্সকে বাংলাদেশের পুঁজিবাজার থেকে ১৯ কোটি টাকার মূলধন সংগ্রহের অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2020, 01:22 PM
Updated : 9 Dec 2020, 01:22 PM

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ অনুমোদনের সিদ্ধান্ত জানানো হয়।

সোনালী লাইফ ইন্সুরেন্স লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যের এক কোটি ৯০ লাখ শেয়ার ছেড়ে ১৯ কোটি টাকা সংগ্রহ করবে।

বাজার থেকে তোলা টাকা দিয়ে ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট ও পুঁজিবাজারে বিনিয়োগের পাশাপাশি আইপিওর খরচ মেটাবে।

২০১৩ সালের ১ অগাস্টে কাজ শুরু করা সোনালী লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান নূর-ই-হাফসা। তিনি ৩০ বছর ধরে ফারনূর গার্মেন্টসের পরিচালক।

২০১৯ সালের ৩১ ডিসেম্বরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য রয়েছে ২৫ টাকা ৪৭ পয়সা। লাইফ ইন্সুরেন্স ফান্ডের পরিমাণ ৯৫ কোটি ৩৩ লাখ টাকা।  

সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির ইস্যু ব্যবস্থাপনায় আছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।