সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2020, 10:46 AM
Updated : 2 Dec 2020, 10:46 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৩০ দশমিক ৯০ পয়েন্ট বা দশমিক ৬৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৯৩৪ দশমিক ৮৬ পয়েন্ট হয়েছে।

এ বাজারে ৮৪১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ৬৬৩ কোটি ৮৫ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ৬৭ দশমিক ৩১ পয়েন্ট বা দশমিক ৪৭ শতাংশ বেড়ে ১৪ হাজার ১৫৮ পয়েন্টে পৌঁছেছে।

সিএসইতে ২৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৬ কোটি ৮৫ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে ১০৯টির দর বেড়েছে, ৮২টির কমেছে এবং ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।