সূচক কমেছে দুই বাজারেই

সপ্তাহের শেষ দিন সূচক কমেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2020, 12:33 PM
Updated : 19 Nov 2020, 12:33 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৬ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ কমে ৪ হাজার ৮৭৯ দশমিক ৯৬ পয়েন্ট হয়েছে।

এ বাজারে ৫৮৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ৫৪৪ কোটি ৯৯ লাখ টাকা ছিল।

ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩২৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৬৬টির, অপরিবর্তিত রয়েছে ৭১টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৬ দশমিক ৯৬ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ কমে ১৩ হাজার ৯৬৮ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এদিন, যা আগের দিন ২৪ কোটি ১৪ লাখ টাকা ছিল।

সিএসইতে লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর।