সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন বাংলাদেশের পুঁজিবাজারে সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2020, 10:38 AM
Updated : 17 Nov 2020, 10:38 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৩৩ দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক ৬৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৯০৫ দশমিক শূণ্য ৯ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে ৭৯০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৭৯০ কোটি ১৫ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, আর কমেছে ১২৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৭১টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১২৬ দশমিক ৯৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭০৪ দশমিক ০৩ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১১৫ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৬ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৮৩ শতাংশ বেশি।

সিএসইতে ২২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১৯ কোটি ৪৬ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর।