সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিন সূচক কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2020, 10:45 AM
Updated : 11 Nov 2020, 10:45 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের ১৫ দশমিক ৯৪ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ কমে ৪ হাজার ৮৮৩ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে ৯৭৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৯২৫ কোটি ১১ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, আর কমেছে ১৮৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৮৮টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৫ দশমিক ৫৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭১০ দশমিক ৪৩ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৫৮ দশমিক পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৭ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৪১ শতাংশ কম।

সিএসইতে ২৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৭ কোটি ১৮ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৬২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর।