সূচক-লেনদেন বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় দিন সূচক এবং লেনদেন বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।  

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2020, 11:33 AM
Updated : 2 Nov 2020, 11:33 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের ২১ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ৪৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৯১৮ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ৮৯২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিন ছিল ৭৮৫ কোটি ৩৫ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, আর কমেছে ১৪৪টির। অপরিবর্তিত রয়েছে ৫৪টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১২ দশমিক ২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৯৮ দশমিক ৯৮ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৬৭ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ৬১ শতাংশ বেশি।

সিএসইতে ৫০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৫ কোটি ৫৯ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৬০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।