চার কোম্পানির মুনাফার তথ্য প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি তাদের বিভিন্ন প্রান্তিকের মুনাফার তথ্য প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2020, 12:12 PM
Updated : 21 Oct 2020, 12:12 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড

সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ২০২০-২১ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর) প্রতি শেয়ারে ৬ পয়সা মুনাফা দেখিয়েছে।

আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের ১৬ পয়সা লোকসান হয়েছিল।

সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ১

সিএপিএম বিডিবিএল প্রথম মিউচুয়াল ফান্ড ২০২০-২১ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর) প্রতি শেয়ারে ১০ পয়সা মুনাফা দেখিয়েছে।

আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের লোকসান হয়েছিল ৩১ পয়সা।

ইউনাইটেড ইন্সুরেন্স

বীমা কোম্পানি ইউনাইটেড ইন্সুরেন্স ২০২০ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর) প্রতি শেয়ারে ১ টাকা ৭ পয়সা মুনাফা দেখিয়েছে।

আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের ১০ পয়সা লোকসান হয়েছিল।

নয় (জানুয়ারি-সেপ্টম্বর) মাসে এ কোম্পানির প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১ টাকা ৬০ পয়সা, যা আগের বছর একই সময়ে ১ টাকা ২৩ পয়সা ছিল।

আইসিবি ইসলামী ব্যাংক

আইসিবি ইসলামী ব্যাংক ২০২০ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর) প্রতি শেয়ারে ১৭ পয়সা মুনাফা দেখিয়েছে।

আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের ২০ পয়সা লোকসান হয়েছিল।

নয় (জানুয়ারি-সেপ্টম্বর) মাসে এ কোম্পানির প্রতি শেয়ারে লোকসান হয়েছে ১৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ৪৯ পয়সা মুনাফা ছিল।

প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড

বীমা কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড ২০২০ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর) প্রতি শেয়ারে ৯৩ পয়সা মুনাফা দেখিয়েছে।

আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের ৯১ পয়সা মুনাফা হয়েছিল।

নয় (জানুয়ারি-সেপ্টম্বর) মাসে এ কোম্পানির প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ২ টাকা ৯৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ২ টাকা ৩৩ পয়সা ছিল।