শুল্ক আরোপ ছেড়ে নিজেদের সামর্থ্য বাড়াতে হবে: সালমান

স্বল্পোন্নত দেশে (এলডিসি) কাতার থেকে বাংলাদেশের উত্তরণের পর বিশ্ববাজারে টিকে থাকতে হলে বিদেশি পণ্য আমদানিতে শুল্ক নির্ভরতা কমিয়ে নিজেদের সামর্থ্য বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন সালমান এফ রহমান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2020, 04:59 PM
Updated : 7 Oct 2020, 05:04 PM

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে বুধবার রাজধানীতে এক সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এ আহ্বান জানান।

সালমান এফ রহমান বলেন, আগামীতে বিশ্ববাজারে টিকে থাকতে হলে ব্যবসায়ীদের আরও সামর্থ্য বাড়াতে হবে। অনেকে বাংলাদেশে অনেক কিছু তৈরি করতে চান। কিছু দিন পরেই এসে বলেন, বিদেশি পণ্যের উপর ২০ শতাংশ শুল্ক বসাতে হবে।

“কিন্তু আপনি যদি অন্য দেশে শুল্কমুক্ত রপ্তানি করতে চান, তাহলে আপনাকেও সেই দেশকে আপনার দেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে হবে।”

বাংলাদেশের অন্য শীর্ষ এই শিল্পোদ্যোক্তা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে টিকে থাকতে হলে বাংলাদেশের ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন করতে হবে।

“সামনে বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে যাবে, সে সময় আমাদের ব্যবসায়ীদের আরো সামর্থ্য বাড়াতে হবে।”

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) আয়োজনে সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলাম ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, দেশের সবচেয়ে পুরনো চেম্বার এমসিসিআইয়ের সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির ও বিএপিএলসির সভাপতি আজম জে চৌধুরী আলোচনায় অংশ নেন।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর বিশ্ব সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) ডাকে সদস্য দেশগুলো ৫ অক্টোবর থেকে ১১ অক্টোবর বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করে।