৬০০ কোটি টাকার বন্ড ছাড়তে চায় এক্সিম ব্যাংক

৬০০ কোটি টাকার বন্ড ছাড়তে চায় বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2020, 12:36 PM
Updated : 29 Sept 2020, 12:36 PM

বন্ড থেকে তোলা টাকা দিয়ে কোম্পানির মূলধন ভিত্তি শক্ত করা হবে বলে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ বন্ড ছাড়ার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। এখন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার অনুমতির অপেক্ষা।

এক্সিম ব্যাংকের শেয়ার সোমবার ঢাকার পুঁজিবাজারে ১১ টাকা ২০ পয়সায় লেনদেন হচ্ছিল। মঙ্গলবার তা দিন শেষে ১১ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।

২০১৭ অর্থবছরে এ এক্সিম ব্যাংক মুনাফা করেছে দিয়েছে ৩২৯ কোটি ৮৪ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছে প্রতি শেয়ারে ১ টাকা ২৫ পয়সা।

২০১৮ অর্থবছরে এ এক্সিম ব্যাংক মুনাফা করেছে দিয়েছে ২৩৩ কোটি ২৫ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছে প্রতি শেয়ারে ১ টাকা।

২০১৯ অর্থবছরে এ এক্সিম ব্যাংক মুনাফা করেছে দিয়েছে ২৩৮ কোটি ২০ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছে প্রতি শেয়ারে ১ টাকা।

পুঁজিবাজারে এ কোম্পানির ১৪১ কোটি ২২ লাখ ৫১ হাজার ৬৮টি শেয়ার আছে। এর মধ্যে ৩৭ দশমিক ৯৫ শতাংশ আছে পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২২ দশমিক ২৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের আছে ২ দশমিক ২৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৭ দশমিক শূণ্য ৫৩ শতাংশ শেয়ার আছে।

এক্সিম ব্যাংকের বর্তমান বজার মূলধন ১ হাজার ৫৮১ কোটি ৭২ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ১ হাজার ৪১২ কোটি ২৫ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ১ হাজার ৫০৬ কোটি ৫৩ লাখ টাকা।