পুঁজিবাজারে বিমা কোম্পানির তালিকাভুক্তি সহজ হল

বাংলাদেশের পুঁজিবাজারে বীমা খাতের কোম্পানির তালিকাভুক্তি সহজ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2020, 01:16 PM
Updated : 24 Sept 2020, 01:16 PM

বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআর) এর আগে বিএসইসির কাছে এই বিষয়ে আবেদন করেছিল।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি নিয়ম করেছে, বিমা কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে ১৫ কোটি বা তার বেশি মূলধন সংগ্রহ করে পারবে।

এর আগে নিয়ম ছিল বিমা কোম্পানিকে পুঁজিবাজারে আসতে হলে কম করে হলেও ৩০ কোটি টাকা পুঁজিবাজার থেকে তুলতে হবে।

কিন্তু এই সর্বনম্নি ৩০ কোটি টাকা তোলার আইনটি ২৬টি ইন্স্যুরেন্স কোম্পানির জন্য বড় বাধা হয়েছিল।

এই কারণে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআর) বিএসইসির কাছে আবেদন করে।