তিন চাকার গাড়ির কারখানা করছে রানার অটোমোবাইল

বাংলাদেশের পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত রানার অটোমোবাইল লিমিটেড ৩০০ কোটি টাকা বিনিয়োগ করে বাংলাদেশে তিন চাকার গাড়ি তৈরির কারখানা করবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2020, 12:50 PM
Updated : 19 Sept 2020, 09:02 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে রানার অটোমোবাইল।

এই প্রকল্প বাস্তবায়নে ভারতের বাজাজ অটো লিমিটেড কোম্পানির সঙ্গে সম্প্রতি একটি চুক্তি করেছে রানার অটোমোবাইল।

এই চুক্তির আওতায় রানার অটোমোবাইল বাংলাদেশে বাজাজ ব্র্যান্ডের তিন চাকার বাহন তৈরি ও বিক্রি করবে। তাদেরকে এ বিষয়ে কারিগরি সাহায়তা করবে  বাজাজ অটো লিমিটেড।

এই চুক্তির আওতায় রানার অটোমোবাইল বাংলাদেশে তিন চাকার বাহন তৈরির পাশাপাশি এর সব যন্ত্রাংশও তৈরি করবে।

এজন্য শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ইতোমধ্যে নিয়ে ফেলেছে রানার অটোমোবাইল।

২০১৯ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া রানার অটোমোবাইল লিমিটেডের শেয়ার পুঁজিবাজারে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

পুঁজিবাজারে এ কোম্পানির ১১ কোটি ৩৫ লাখ ৩৯ হাজার ৯২৩টি শেয়ার আছে। এর মধ্যে ৫০ দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তাদের হাতে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৬ দশমিক ৪৪ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৩ দশমিক ৫২ শতাংশ শেয়ার রয়েছে।

রানার অটোমোবাইল লিমিটেডের বর্তমান বাজার মূলধন ৬৭২ কোটি ১৫ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৫৪ লাখ টাকা।

২০১৯ সালে এ কোম্পানি মুনাফা করেছে ৫০ কোটি ৫ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছে প্রতি শেয়ারে ১ টাকা এবং প্রতি ১০০ শেয়ার ৫টি নতুন শেয়ার।