পুঁজিবাজারে কমেছে লেনদেন

সপ্তাহের তৃতীয় দিন সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2020, 11:46 AM
Updated : 15 Sept 2020, 11:46 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ বেড়ে ৫ হাজার ১০০ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান নিয়েছে।

এই সূচক এক বছরের মধ্যে বেশি। সবশেষ গত বছরের ২৮ অগাস্ট ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ১৩৯ দশমিক ৯৯ পয়েন্ট।

এ বাজারে ৯৯৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৪৮ কোটি ৯৫ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৭৪টির, অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭০ দশমিক ৫৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৬১ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৪ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫২৭ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক শূণ্য ৯ শতাংশ বেশি।

সিএসইতে ৩৯ কোটি ০২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন ছিল ৪৭ কোটি ৯৮ লাখ টাকার।

সিএসইতে লেনদেন হয়েছে ২৭৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।