সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2020, 11:41 AM
Updated : 7 Sept 2020, 11:41 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ দশমিক ৬২ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ বেড়ে ৪ হাজার ৯৫৯ দশমিক ১৮ পয়েন্ট হয়েছে।

ডিএসই সূচক সর্বশেষ এরচেয়ে ভালো অবস্থায় ছিল ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর; সেদিন সূচক ছিল ৪ হাজার ৯৭৫ পয়েন্টের ঘরে।

এ বাজারে সোমবার ৯৭৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ১০২৫ কোটি ৯৯ লাখ টাকা ছিল।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৩০টির দর বেড়েছে, ১৮২টির কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ৫২ দশমিক ০৩ পয়েন্ট বা দশমিক ৬৫ শতাংশ বেড়ে ১৪ হাজার ১৬৫ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ৩১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৮ কোটি ০৫ লাখ টাকা।

এ বাজারে লেনদেন হওয়া ২৬৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১১২টির দর বেড়েছে, ১২৫টির দর কমেছে এবং ৩২টির দর অপরিবর্তিত রয়েছে।