ডিএসই সূচক ১০ মাসের মধ্যে সর্বোচ্চ

সপ্তাহের শেষ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়ে ১০ মাসের মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2020, 11:11 AM
Updated : 27 August 2020, 11:11 AM

বৃহস্পাতবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৫ দশমিক ৫৯ পয়েন্ট বা দশমিক ৯৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৭৩ দশমিক ১৭ পয়েন্ট হয়েছে।

ডিএসই সূচক সর্বশেষ এরচেয়ে ভালো অবস্থায় ছিল ২০১৯ সালের ৭ অক্টোবর; সেদিন সূচক ছিল ৪ হাজার ৮৯৪ পয়েন্টের ঘরে।

এ বাজারে বৃহস্পতিবার ৯০৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৭৮৩ কোটি ৭০ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ১১১টির, অপরিবর্তিত রয়েছে ৫০টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ১৪৬ দশমিক ৭৯ পয়েন্ট বা ১ দশমিক ০৭ শতাংশ বেড়ে ১৩ হাজার ৮৭৩ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ২৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এদিন, যা আগের দিন ছিল ২৬ কোটি ৬২ লাখ টাকা।

এ বাজারে লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।