বন্ড ছাড়ার অনুমোদন পেল স্ট্যান্ডার্ড ব্যাংক

স্ট্যান্ডার্ড ব্যাংককে বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা তোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2020, 05:51 PM
Updated : 29 July 2020, 05:51 PM

বুধবার বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্ট্যান্ডার্ড ব্যাংক ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। প্রতি ইউনিট বন্ডের দাম হবে ১ কোটি টাকা। বন্ডের টাকা দিয়ে ব্যাংকটি তার মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে।

এই বন্ডে বিনিয়োগ করলে প্রতিবছর মিলবে ১১ থেকে ১৪ শতাংশ মুনাফা।

এই বন্ডটি কিনতে পারবে সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইনস্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, সায়ত্ত্বশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীরা। 

এই বন্ডের বৈশিষ্ট্যগুলোর একটি হচ্ছে পার্পেচুয়াল বন্ড অর্থাৎ এর কোনো ম্যাচিউরিটির ডেট নেই। এটি হবে নন কনভার্টেবল অর্থাৎ এই বন্ডকে শেয়ারে রূপান্তর করা যাবে না এবং আনসিকিউর্ড অর্থাৎ এই বন্ডের টাকা তুলতে কোনো জামানত জমা দেওয়া হয়নি।

অন্যদিকে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকও ৪০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। প্রতি ইউনিট বন্ডের দাম হবে ১০ লাখ টাকা।

এই বন্ডেও বিনিয়োগ করলে প্রতিবছর মিলবে ১১ থেকে ১৪ শতাংশ মুনাফা।

বন্ডটির ট্রাস্টি হিসেবে আছে মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। আর লিড অ্যারেঞ্জার হিসেবে আছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।