সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিন সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2020, 01:05 PM
Updated : 26 July 2020, 01:05 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৮ দশমিক ১৩ পয়েন্ট বা ১ দশমিক ১৮ শতাংশ বেড়ে ৪ হাজার ১২৯ দশমিক ০৭ পয়েন্ট হয়েছে।

ঢাকার বাজারে সূচকের এই অবস্থান গত সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে এর চেয়ে বেশি সূচক ছিল ১২ মার্চ। সেদিন সূচকের ঘরে ছিল ৪ হাজার ১৩০ পয়েন্ট।

শতাংশের হিসেবে রোববার সূচক যে পরিমাণ বেড়েছে, তা গত দেড় মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে ৩১ মে সূচক বেড়েছিল ১ দশমিক ৩০ শতাংশ।

রোববার ডিএসইতে ৩৭১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ২৬২ কোটি ৫২ লাখ টাকা ছিল।

বাজার মূলধনে বড় কোম্পানিগুলোর শেয়ারের দাম এদিন বেড়েছে। মূলত এর প্রভাবেই সূচক বড়েছে।  

৩ হাজার ৩৪ কোটি টাকা বাজার মূলধনের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের দাম বেড়েছে ৩ দশমিক ৩৪ শতাংশ।

১৪ হাজার ৭৪৯ কোটি টাকা বাজার মূলধনের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের দাম বেড়েছে ৩ দশমিক ৪৩ শতাংশ।

৩৩ হাজার ৮৬৬ কোটি টাকা বাজার মূলধনের কোম্পানি গ্রামীণফোনের দাম বেড়েছে ৩ দশমিক ২৩ শতাংশ।

১৬ হাজার ৩৩৭ কোটি টাকা বাজার মূলধনের কোম্পানি ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর শেয়ারের দাম বেড়েছে ৪ দশমিক ৩৩ শতাংশ।

ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, আর কমেছে ৫৮টির। অপরিবর্তিত রয়েছে ১৭২টির দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১২৭ দশমিক ৫৭ পয়েন্ট বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১১ হাজার ৭৫০ পয়েন্ট হয়েছে।

এ বাজারে ৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ৫ কোটি ৩৮ লাখ টাকা ছিল।

সিএসইতে লেনদেন হয়েছে ২০২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৮টির দর।