রিপাবলিক ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

বীমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2020, 12:33 PM
Updated : 19 July 2020, 12:33 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

২০১৯ সালের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর ফলে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ৭০ পয়সা করে এবং প্রতি ১৪ দশমিক ৩০টি শেয়ারে একটি করে নতুন শেয়ার পাবেন।

৩ সেপ্টেম্বর সাধারণ সভায় অনুমোদন পেলে এই লভ্যাংশ দেওয়া হবে। সেজন্য রেকর্ড ডেট ১০ অগাস্ট পর্যন্ত শেয়ারধারণ করতে হবে।

রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার রোববার ঢাকার পুঁজিবাজারে ২৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হচ্ছিল।

গত বছর রিপাবলিক ইন্স্যুরেন্স শেয়ারপ্রতি মুনাফা করেছে ২ টাকা ২ পয়সা; শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ৪৯ পয়সা।

ঢাকার পুঁজিবাজারে ২০০৯ সালে তালিকাভুক্ত রিপাবলিক ইন্স্যুরেন্স এখন লেনদেন হয় ‘এ’ ক্যাটাগরিতে।

কোম্পানির ৪ কোটি ৩৩ লাখ ৩৮ হাজার ৫৩৩টি শেয়ারের মধ্যে ৫০ দশমিক ১৪ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে, ১১ দশমিক ০৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে এবং ৩৮ দশমিক ৮৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে।