৩ কোম্পানির আর্থিক বিবরণী প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি তাদের তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2020, 11:54 AM
Updated : 24 June 2020, 11:54 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

বস্ত্র খাতের কোম্পানি ইভেন্স টেক্সটাইল তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৪ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৩৭ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৩৬ পয়সা, যা আগে ১ টাকা ছিল।

প্রকৌশল খাতের কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিলস তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৪৭ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৬১ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১ টাকা ৬ পয়সা, যা আগে ১ টাকা ৩৭ পয়সা ছিল।

বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৩১ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৭৩ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ২ টাকা ৪৩ পয়সা, যা আগে ৩ টাকা ৪৫ পয়সা ছিল।

দুই মিউচ্যুয়াল ফান্ডের আর্থিক বিবরণী প্রকাশ

সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি ইউনিটে ৬ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি ইউনিটে তাদের মুনাফা ছিল ৪২ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি ইউনিটে মুনাফা হয়েছে ৫১ পয়সা, যা আগে ৮৯ পয়সা ছিল।

এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি ইউনিটে ৪ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি ইউনিটে তাদের মুনাফা ছিল ৪৫ পয়সা।

নয় (জুলাই-মার্চ) মাসে তাদের প্রতি ইউনিটে মুনাফা হয়েছে ৫২ পয়সা, যা আগে ৯৬ পয়সা ছিল।