৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।  

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2020, 11:24 AM
Updated : 21 June 2020, 11:24 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বার্জার পেইন্টস

বিবিধ খাতে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ২৯৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।

সাধারণ সভায় অনুমোদন পেলে এই লভ্যাংশ দেওয়া হবে।

১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা পাবেন ২৯ টাকা ৫০ পয়সা।

বার্জার পেইন্টসের শেয়ার রোববার পুঁজিবাজারে ১ হাজার ৩০৮ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছিল।

৩১ মার্চ ২০২০ অর্থ বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এর রেকর্ড ডেট ১২ জূলাই ২০২০। সাধারণ সভার তারিখ ২৮ জুলাই ২০২০।

বার্জার পেইন্টস ৩১ মার্চ ২০২০ অর্থ বছরে শেয়ার প্রতি মুনাফা করেছে ৫২ টাকা ২২ পয়সা।শেয়ার প্রতি সম্পদ মূল্য ২০৪ টাকা ২০ পয়সা।

ফার্সট সিকিউরিটি ইসলামী ব্যাংক

ব্যাংকিং খাতে তালিকাভুক্ত ফার্সট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে।

সাধারণ সভায় অনুমোদন পেলে এই লভ্যাংশ দেওয়া হবে।

১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ১০টি শেয়ারে বিনিয়োগকারীরা পাবেন নতুন একটি করে শেয়ার।

ফার্সট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার রোববার পুঁজিবাজারে ৮ টাকা ২০ পয়সায় সর্ব শেষ লেনদেন হয়।

৩১ ডিসেম্বর ২০১৯ অর্থ বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এর রেকর্ড ডেট ১২ জূলাই ২০২০। সাধারন সভার তারিখ ১০ অগাস্ট ২০২০।

ফার্সট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২০ অর্থ বছরে শেয়ার প্রতি মুনাফা করেছে ২ টাকা ৪০ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৭ টাকা ৮৭ পয়সা।

পূবালী ব্যাংক

ব্যাংকিং খাতে তালিকাভুক্ত পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।

সাধারণ সভায় অনুমোদন পেলে এই লভ্যাংশ দেয় হবে।

১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ১ টাকা করে পাবেন বিনিয়োগকারীরা।

পূবালী ব্যাংকের শেয়ার রোববার পুঁজিবাজারে ২০ টাকা ৬০ পয়সায় সর্ব শেষ লেনদেন হয়েছে।

৩১ ডিসেম্বর ২০১৯ অর্থ বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এর রেকর্ড ডেট ২৯ জূলাই ২০২০। সাধারণ সভার তারিখ ৩০ জুলাই ২০২০।

পূবালী ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২০ অর্থ বছরে শেয়ার প্রতি মুনাফা করেছে ২ টাকা ১০ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ২৭ টাকা ৬২ পয়সা।

তাকাফুল ইসলামী ইন্সুরেন্স

বিমা খাতে তালিকাভুক্ত তাকাফুল ইসলামী ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।

সাধারণ সভায় অনুমোদন পেলে এই লভ্যাংশ দেওয়া হবে।

১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ১ টাকা করে পাবেন বিনিয়োগকারীরা।

তাকাফুল ইসলামী ইন্সুরেন্সের শেয়ার রোববার পুঁজিবাজারে ২৮ টাকা ২০ পয়সায় সর্ব শেষ লেনদেন হয়েছে।

৩১ ডিসেম্বর ২০১৯ অর্থ বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এর রেকর্ড ডেট ২৯ জূলাই ২০২০। সাধারণ সভার তারিখ ৩ অক্টোবর ২০২০।

তাকাফুল ইসলামী ইন্সুরেন্স ৩১ ডিসেম্বর ২০২০ অর্থ বছরে শেয়ার প্রতি মুনাফা করেছে ১ টাকা ৬৪ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৭ টাকা ২৩ পয়সা।