লংকাবাংলা ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভুত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স শেয়রহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রস্তাব করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2020, 11:49 AM
Updated : 9 June 2020, 11:49 AM
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ২০১৯ সালের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

লংকাবাংলা ফাইন্যান্সের প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের জন্য একজন বিনিয়োগকারী ৭০ পয়সা করে লভ্যাংশ এবং প্রতি ২০টি শেয়ারের বিপরীতে একটি নতুন শেয়ার পাবেন।

লভ্যাংশ পেতে হলে রেকর্ড ডেট ১৬ জুরাই পর্যন্ত এই শেয়ারের মালিক থাকতে হবে।

সাধারণ সভায় অনুমোদন পেলে এই লভ্যাংশ সাধারণ শেয়ারহোল্ডাররা পাবেন। সাধারণ সভা বা এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ সেপ্টেম্বর।

লভ্যাংশ ঘোষণার পরও মঙ্গলবার শেয়ারটির দাম কমছে; সমাপনী মূল্য ছিল ১২ টাকা ৫০ পয়সায়। এই শেয়ার আগের দিন সর্বশেষ ১২ টাকা ৯০ পয়সায়  লেনদেন হয়।

২০১৯ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৯৮ পয়সা; শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ঋণাত্মক ২ টাকা ৬৬ পয়সা; শেয়ারপ্রতি সম্পদ ১৮ টাকা ৪৮ পয়সা।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত  লংকা বাংলা ফাইন্যান্সের ৩৩ দশমিক ৫৬ শতাংশ শেয়ার উদ্যোক্তাদের হাতে; ২২ দশমিক ৯৪ শতাংশ শেয়ার প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে, ১ দশমিক ৪২ শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের হাতে এবং ৪২ দশমিক ০৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে।