বিপরীতমুখী লেনদেন দুই পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন বাংলাদেশের পুঁজিবাজারে শেয়ারের মূল্য সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2020, 09:06 AM
Updated : 9 June 2020, 09:07 AM

এর মধ্যে  ঢাকার বাজারে লেনদেন আগের দিনের চেয়ে কমলেও চট্টগ্রামের বাজারে ব্যাপক বেড়েছে।

মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ বেড়ে ৩ হাজার ৯৬২ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে মঙ্গলবার ৬৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১০৬ কোটি টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৫০ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেশি।

সিএসইতে ৭৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল মাত্র এক কোটি ৫১ লাখ টাকা।

ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে মঙ্গলবার ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩২৯ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, আর কমেছে ১৬টির। আর অপরিবর্তিত রয়েছে ২৩৮টির দর।

সিএসইতে লেনদেন হয়েছে ৯২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির দর।